/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/akshay-salman.jpg)
highest-paid actors in world 2018: তালিকায় ৭ নম্বরে রয়েছে অক্ষয় কুমার, ৯-এ সলমন
এটা হতেই পারত নিছক বিনোদনের খবর। বলিউডের জন্য খুশির খবরও বটে। কিন্তু বিশ্বের প্রথম সারির তারকাদের বাৎসরিক যে আয়ের হিসেব দিচ্ছে ফোর্বস ম্যাগাজিন, চমকে যাবেন আপনিও। সমাজ নাকি বদলাচ্ছে, নারী-পুরুষের ভূমিকার স্টিরিওটাইপ ভাঙছে! এ খবরে কিন্তু তেমনটা প্রতিফলিত হচ্ছে না।
কিন্তু হিসেব করতে বসলেই দেখবেন ছবিটা ঘুরে ফিরে একই। প্রতি বছরের মতো ২০১৮-তে বিশ্বের সবচেয়ে দামি অভিনেতার তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। পুরুষ এবং মহিলা অভিনেতাদের আলাদা আলাদা তালিকা। বার্ষিক আয়ের নিরিখে প্রথম দশ জন পুরুষ অভিনেতার মোট আয় ৭৮.৪ কোটি ডলার। আর সেখানে দশ জন মহিলার মোট আয় এক চতুর্থাংশেরও কম- ১৮.৬ কোটি ডলার।
Forbes ranked top 10 highest-paid actors 2018 in the world
পুরুষ অভিনেতাদের তালিকায় প্রথম দশে রয়েছেন বলিউডের দুই তারকা- সল্লু মিয়াঁ আর অক্ষয় কুমার। ৩ কোটি ৮৫ লক্ষ ডলার বার্ষিক আয় নিয়ে তালিকায় ৯ নম্বর স্থানটি অধিকার করেছেন সলমন খান। অক্ষয় কুমার রয়েছেন ৭ নম্বরে। তাঁর বার্ষিক আয় ৪কোটি ৫০ লক্ষ ডলার। এখনও দেশের বেশির ভাগ মাল্টিপ্লেক্স দাপিয়ে বেড়াচ্ছে অক্ষয় অভিনীত গোল্ড। এক সপ্তাহের মধ্যেই ব্যবসার অঙ্ক ছুয়েছে ৭১ কোটি টাকা। আগের ছবি প্যাডম্যান ব্যবসা করেছিল ১০৪ কোটি ৯০ লক্ষের। সলমনের রেস-৩ সব মিলিয়ে ব্যবসা করেছিল ১৬৬ কোটি ৪০ লক্ষ টাকার।
Together, the world's 10 highest-paid actors made $748.5M in the last yearhttps://t.co/vTcbTEbtc8pic.twitter.com/Dy6GFIlIrJ
— Forbes (@Forbes) August 22, 2018
আয়ের নিরিখে শীর্ষে রয়েছেন জর্জ ক্লুনি। জুন'২০১৭-জুন'২০১৮ এই সময়কালে ক্লুনির মোট আয়ের পরিমাণ ২৩ কোটি ৯০ লক্ষ ডলার। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬-র পর বড় পর্দায় আর দেখা যায়নি ক্লুনিকে। দু'নম্বরে রয়েছেন ডোয়েন দ্য রক জনসন। ক্লুনির আয়ের তুলনায় বেশ খানিকটাই পিছিয়ে রয়েছেন জনসন। তাঁর বার্ষিক আয়ের পরিমাণ ১২ কোটি ৪০ লক্ষ ডলার। আয়রন ম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র রয়েছে তালিকার তিন নম্বরে। আয়ের পরিমাণ ৮ কোটি ১০ লক্ষ ডলার। গত সপ্তাহে ফোর্বস প্রকাশ করেছিল মহিলা অভিনেতাদের তালিকা। শীর্ষে থাকা স্কারলেট জনসনের আয়ের পরিমাণ অক্ষয় কুমারেরই সমান, অর্থাৎ ৪০ কোটি ৫০ লক্ষ ডলার। প্রথম দশ জন মহিলার মোট আয় পুরুষ অভিনেতাদের এক চতুর্থাংশেরও কম।
আয়ের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক এমন বৈষম্যের জন্য ফোর্বস অবশ্য দায়ী করেছে 'সুপার হিরো' আর 'অ্যাকশন মুভির' রমরমা বাজারকেই।