ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর নামের সঙ্গে বিশ্বসুন্দরী তকমাটি পুরোদমে মিলে যায়। শুধু তাই না, অভিনেত্রী নিজের অভিনয় দিয়েও মন জয় করে নিয়েছেন। বলিউডে তিনি বিখ্যাত নাম। আজ তাঁর জন্মদিন। একসময়...
শুরু থেকে সৌন্দর্যের এক সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। চোখ থেকে হাসি... মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে। কিন্তু, ঐশ্বর্য? নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি উঠে পড়ে লেগেছিলেন। একদিকে যেমন অভিনেত্রী তেমনই তাঁর ব্যক্তিগত সব সম্পর্কও দানা বাঁধছিল একের পর এক নায়কদের সঙ্গে। যার মধ্যে সলমন খানের সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চা ছিল বিশাল। অভিনেত্রী সলমনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মারধর করার। এমনকি এই কারণে, শাহরুখের সঙ্গে অশান্তি পর্যন্ত হয়েছিল তাঁর।
শাহরুখের সঙ্গে চলতে চলতে ছবিতে সুযোগ পেয়েছিলেন তিনি। একদম রোমান্টিক সিনেমা ছিল এটা। শাহরুখের সঙ্গে তথাকথিত প্রেমের ছবিতে তিনি কাজ করেননি। কিন্তু, সলমনের সঙ্গে তখন প্রেমের কারণে নানা গন্ডগোল সহ্য করতে হচ্ছে তাঁকে। শাহরুখের 'চলতে চলতে' ছবির পরিচালক আজিজ মির্জা। সলমনের কাণ্ডে রেগে আগুন হয়ে গিয়েছিলেন তিনি। শুটিং ফ্লোরে গিয়েই সলমনের অভব্য আচরণের কারণে ঐশ্বর্য বাদ পড়েছিলেন এই ছবি থেকে। অনেক ভাবনা চিন্তার পর, রানী মুখোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছিল।
আদৌ সলমনের সেই বিষয়ে কোনও আক্ষেপ ছিল। শোনা যায়, ভাইজান নাকি পরবর্তীতে শাহরুখের থেকে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন। ঐশ্বর্য নিজেও শাহরুখের সঙ্গে আলোচনা করেছিলেন তাঁর কাস্টিং বিষয়ে। তখনই রানী মুখোপাধ্যায়কে কাস্ট করার ভাবনা আসে তাঁর। কিছু বছর আগে শাহরুখ জানিয়েছিলেন, ঐশ্বর্য্যর সঙ্গে প্রেম ভালবাসার ছবি করা হয়নি তাঁর। দুজনে বেশ কয়েকটি ছবি করেছেন তবে সবকটাই অন্যরকম।
প্রথম ছবিতে টুইনস এর ভূমিকায় ছিলেন তাঁরা। শাহরুখকে নাকি অনেকেই বলেছিলেন ঐশ্বর্য্যর মতোই তাঁকে দেখতে কিছুটা। আজও এই ভাবনাতেই তিনি বাঁচেন, যে বিশ্বসুন্দরীর কিছু গুন তো রয়েছেই তাঁর মধ্যে। যদিও বা অ্যা দিল হ্যায় মুশকিল ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ এবং ঐশ্বর্য, তাও খুবই সল্প সময়ের জন্য।