Advertisment
Presenting Partner
Desktop GIF

'ক্যামিওতে কীসের কৃতিত্ব? শাহরুখই আসল', 'পাঠানে'র সাফল্য থেকে নিজেকে ক্রোশ দূরে রাখলেন সলমন!

১৩ মিনিটের ক্যামিও নয়, বরং এই সাফল্য শুধু শাহরুখের ... দাবি সলমনের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan, shah rukh khan, salman shah rukh, shah rukh pathan, pathaan succsess, pathaan 1000 crore, salman cameo in pathaan, bollywood news, bollywood update, bolly update, entertainment news, entertainment latest update

পাঠানের দৃশ্যে দুই খান

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সলমনের 'কিসি কা ভাই কিসি কা জান'। এদিকে, 'পাঠা'ন রিলিজের পর থেকেই শাহরুখ ভক্তদের মধ্যে চূড়ান্ত উন্মাদনা, ১০০০ কোটির ক্লাবে শাহরুখের 'পাঠান'। কিন্তু সেই জায়গায় ডাহা ফেল সলমনের ছবি। শাহরুখের 'পাঠান' ছবিতে ১৩ মিনিটের একটি ক্যামিও দেখে ভাইজান ভক্তরা আনন্দে লাফিয়ে উঠেছিলেন, অনেকেই দাবি করেছিলেন সলমন শাহরুখের দর বাড়াতে সাহায্য করছেন।

Advertisment

যদিও সে তথ্য যে একেবারে ভুল, এইকথা বাৎলে দিলেন সলমন। ১৩ মিনিটের ক্যামিও কিছুই না, 'পাঠান' ছবির সাফল্যে সলমনের কোনও কৃতিত্ব নেই বলেই দাবি করেছেন ভাইজান। যদিও, একথা সকলের জানা যে 'টাইগার থ্রি' ছবিতে শাহরুখ থাকবেন সলমনের সঙ্গে। তাঁরও রয়েছে ক্যামিও। যশ রাজ এর স্পাই থ্রিলার ছবিতে আবার দুই খানকে একসঙ্গে দেখা যাবে। তবে পাঠান ছবির সাফল্যে নিজের কৃতিত্ব একেবারেই উড়িয়ে দিলেন তিনি। বললেন...

প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই, তিনি থামিয়ে দিলেন সঞ্চালককে। বললেন, "না না, একদম না! আমার কোনও কৃতিত্ব নেই। এই সাফল্য শাহরুখের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। শুধু তাই নয়, আদিত্য চোপড়ার থেকেও কেউ কেড়ে নিতে পারবে না। শাহরুখ যা কাজ করেছে, অনবদ্য"। শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ ভাইজান।

উল্লেখ্য, কিছুদিন আগেই শাহরুখ সলমনকে নিয়ে মন্তব্য করেছিলেন, ভাইজানের থেকে বড় সুপারস্টার আর হয় না। তাঁকে মানুষ যে হারে ভালবাসেন এটাই অনেক। এখন টাইগার থ্রি ছবিতে কী কামাল দেখান দুজনে এরই অপেক্ষায় সকলে।

bollywood Entertainment News
Advertisment