/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/salman1.jpg)
salman kunal: ভাইজানকে প্রকাশ্যে ধুয়ে দিলেন কুণাল?
Salman Khan Roasted By Kunal Kamra: সলমন খানকে নিয়ে বিস্ফোরক কমেডিয়ান কুণাল কামরা। এর আগেও তিনি নানা বিতর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, তাঁর মন্তব্যের কারণে বেশ ফ্যাসাদে পড়েছেন তিনি। তবে, এবার রেহাই পেলেন না ভাইজান নিজেও।
ভাইজান সলমন খানকে ( Salman Khan ) অলেহ্য কথাবার্তা, এমনকি গালাগাল পর্যন্ত দিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান। আর তাতেই কিন্তু বেজায় চটেছেন ভাইজান ভক্তরা। সলমন খানকে ইন্ডাস্ট্রিতে অনেকেই সমীহ করে চলেন। তাঁকে ভয় পান অনেকেই। এমনকি, একবার আরও ঐশ্বর্যর সঙ্গে প্রেম করার প্রসঙ্গে বিবেককে রাত বিরেতে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন সলমন। সেকথাও বিবেক প্রকাশ্যে এনেছিলেন।
এবার, কমেডি করতে গিয়েই কুণাল ( Kunal Kamra ) সলমনকে নিয়ে গালমন্দ করতে ছাড়লেন না। তিনি বলেন, সলমন খানের থেকে নাকি মোরাল ডিউটি শিখতে হবে? কুণাল যা বলেছেন তাতে নাকি সলমন তাঁর বিরুদ্ধে মামলা করতে পারেন। এই শুনেই কমেডিয়ান জানিয়েছেন, তিনি উড়ন্ত পাখি বা ফুটপাত নয় যে ক্ষমা চাইবেন।
আরও পড়ুন - পার্টিতে, ঐশ্বর্যর সঙ্গে মুখোমুখি সলমন! প্রাক্তনকে এতবছর পর জড়িয়ে ধরলেন ভাইজান?
Kunal Kamra abusing Salman Khan.
Looks like nobody anymore laughs at Kamra's jokes so wants to get some attention and work by abusing @BeingSalmanKhan. pic.twitter.com/E5tJtlPbpI— Ankur Singh (Modi Ka Parivar) (@iAnkurSingh) March 24, 2024
কুণালের মন্তব্য ঠিক কী?
ভাইজানের নানা দিক উল্লেখ করেই তিনি বলেন, আগে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা সলমনকে ভয় পেত। এখন মোদী জী আসার পর থেকে ভাইজান নিজে ভয়ে। আরও বলেন, মেয়েরা ওকে চড় মারছে আর আমরা ওকে নিয়ে জোকস বলতে পারব না। কী করবে, রাতে ড্রিংক করে ফোন করবে তো? আমিও দুই তিন পেগ খেয়ে কথা বলে নেবো। এরপরই গালাগালি করে বসেন কমেডিয়ান।
এমনকি ছাড়লেন না বিগ বসের প্রসঙ্গও। সোজা বলেন, ভারতের নানা জায়গা থেকে খুঁজে খুঁজে কতগুলোকে ( বলার অযোগ্য ভাষা ) আনা হয় বিগ বসে। আপনার কি মনে হয় সলমন খান নিজে সুস্থ? ওর মাথায় দোষ আছে। হয়তো বা ভাইদের সঙ্গে নিজেই অত্যাচার করে।
যদিও, এতকিছুর পর সলমনের তরফ থেকে কিছুই জানানো হয়নি। এমনকি কুণালের বিরুদ্ধে যে তিনি কোনও মামলা করবেন এমন কিছুও জানাননি। বরং, তাঁর অনুরাগীরা বলছেন - ভাইজান শুধরে দেবেন একে! আবার কেউ বললেন, লজ্জা লাগে না! ভাইয়ের পায়ের যোগ্য নয় কিন্তু তাঁকে নিয়ে সমালোচনা করবে।