Salman Khan: ঐশ্বর্যর কাঁধ ভেঙে দেন, সলমনের চূড়ান্ত নির্মমতার শিকার সোমিও, লরেন্সের প্রশংসা করলেন ভাইজানের প্রাক্তন...

Salman Khan news: সঙ্গীতা বিজলানি কিংবা ক্যাটরিনা কাইফ কীভাবে এহেন মধুর সম্পর্ক আজও বজায় রেখেছেন? সোমি আলীর কথায়, হয়তো বা ক্যাটরিনা কিংবা সঙ্গীতাকে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman accused by somi

Salman Torture his girlfriends: প্রাক্তনের তরফে এল শিউরে ওঠার মতো অভিযোগ...

সলমন খানকে নিয়ে নানা ধরনের রটনা। শুধু, তাই নয় এমনও শোনা যায় তিনি নাকি তাঁর প্রেমিকাদের মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিকভাবেও আঘাত করতেন। কিন্তু, সেসব ভয়ঙ্কর শিউরে ওঠার কাহিনী শিকার করলেন সলমনের আরেক প্রাক্তন সোমি আলী।

Advertisment

সোমি সলমনকে নিয়ে এমন কিছু বলছেন, যাতে গা জ্বালা দিয়ে উঠবে। এমনিতেই শেষ কিছুদিন ধরে তাঁকে নিয়ে আলোচনা। বাবা সিদ্দিকী মারা যাওয়ার পর ভাইজানের ওপর ক্রমশ হুমকি এবং থ্রেট বাড়তেই থাকছে। তাঁর মধ্যেই ভাইজানের আরেক প্রাক্তন সোমি, যেসব অভিযোগ এনেছেন! অভিনেত্রীর কথায়, সলমন তাঁকে যেভাবে নির্যাতন করছেন, সেটি ভয়ঙ্কর।

তাহলে, ভাইজানের সঙ্গে তাঁর অন্যান্য প্রাক্তন প্রেমিকাদের সম্পর্ক ভাল কী করে? সঙ্গীতা বিজলানি কিংবা ক্যাটরিনা কাইফ কীভাবে এহেন মধুর সম্পর্ক আজও বজায় রেখেছেন?  সোমি আলীর কথায়, হয়তো বা ক্যাটরিনা কিংবা সঙ্গীতাকে তিনি সেভাবে অত্যাচার করেননি, যেভাবে আমায় করেছেন। ওদের সঙ্গে আমার অর্ধেক অন্যায় পর্যন্ত হয়নি। হ্যাঁ, ঐশ্বর্যকে ভয়ঙ্কর অত্যাচার করেছিল সে। ওর মনে হয় কাঁধের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল।

এখানেই, শেষ না। অভিনেত্রী সলমনের ঔদ্ধত্য এবং ক্ষতিকারক দিককে লরেন্সের সঙ্গে তুলনা করেই তিনি বলেন, লরেন্স সলমনের থেকে অনেক ভাল। আমার মনে আছে, সলমন সমানে আমাকে মারছিল, আর ওর বাড়িতে যারা কাজে সাহায্য করে, তাঁরা দরজায় ধাক্কা দিচ্ছিল যাতে আমায় না মারেন উনি।" অভিনেত্রী এও জানান, তাব্বু তাঁর সেই শারীরিক পরিস্থিতি দেখেছিলেন। অবাক হয়ে গিয়েছিলেন তো বটেই, তবে চোখে জলও এসেছিল তাঁর।

Advertisment

উল্লেখ্য, দিনের পর দিন ভাইজানের ওপর হুমকি বাড়ছে। এমনকি, বিগ বসের ঘরে পর্যন্ত তাঁর আগে পৌঁছে যাচ্ছে সুরক্ষা টিম। দুবাইতে যে শুটিং করতে গিয়েছেন, সেখানেও কড়া নিরাপত্তা।

 

bollywood salman khan Aishwarya Rai Bachchan bollywood actress Bollywood Actor