Shweta Rohira Road Accident: বলিউডে যেন খারাপ সময় কিছুতেই কাটছে না। সইফকে ছুরিকাঘাতের ঘটনার পরই সলমনের পরিবারে খারাপ খবর। মারাত্মক পথ দুর্ঘটনার শিকার ভাইজানের দত্তক বোন শ্বেতার। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই চক্ষু চড়কগাছ। ঠোঁট কেটে গলগলিয়ে রক্ত, পায়ে ব্যান্ডেজ, হ্যান্ড ব্যাগে সাপোর্ট দিয়ে রাখা হাত।
সলমানের দত্তক বোনের দুর্ঘটনার এই ভয়বহতা দেখে যেন গা শিউরে উঠছে। ইনস্টা পোস্টে সলমানের দত্তক বোন ওরফে অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী শ্বেতা একটি লম্বা পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'জীবনটা যেন পুরো সারপ্রাইজের মতো। সত্যিই মনে হয় যদি কাল না বেঁচে না থাকি। আজকের দিনটা জীবনকে উপভোগ করে নিই। পরের মুহূর্তেই মনে হয়, জীবন যেন বলছে তোমার জন্য চা আসছে। বাইক পাঠাচ্ছি। এই দুর্ঘটনায় আমার কোনও দোষ ছিল না। তখন রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম উড়ে গিয়ে দূরে একটা জায়গায় পরলাম।'
ঘটনার বিবরণ দিতে গিয়ে আরও লেখেন, শরীরের হাড় ভেঙে গিয়েছে। অনেক জায়গায় আঘাত লেগেছে। ঘণ্টার পর ঘণ্টা বিছানায় শুয়ে ছিলাম। এমনটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু, ইউনিভার্স হয়ত চেয়েছিল আমার এই শিক্ষাটা পাওয়া জরুরি। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তাই হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে আছি। জীবনের কিছু ঘটনা অনেকসময় আমাদের মনের জোর কমাতে পারে না বরং আরও শক্তিশালী করে তোলে। এই মুহূর্তে খুবই যন্ত্রণার মধ্যে রয়েছি। আমি জানি এটা জীবনের একটা চ্যাপ্টার, পুরো গল্প নয়। আমি ব্যথাকে জয় করে নেব। আশি আশাবাদী, নিজের উপর ভরসা আছে। এই অধ্যায় শীঘ্রই শেষ হবে। জীবনে ওঠা-পড়া তো থাকেই। কথাতেই তো আছে, 'পিকচার অভি বাকি হ্যায়, মেরে দোস্ত।'
কঠিন সময়ের মধ্যে দিয়ে যে কেউ যেতে পারেন। দুর্ঘটনার পর এমনটাই উপলব্ধি সলমানের দত্তক বোন শ্বেতার। তিনি লেখেন, 'খারাপ সময় যখন আসবে সেটাকে কাটিয়ে উঠবে হবে। হাসপাতালের বিছানায় নিজেকে তো হামটি-ডামটির মতো লাগছে। কিন্তু, আমি প্রতিজ্ঞা করছি খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরব।' শ্বেতার মনের জোরকে স্যালুট করেছেন শুভাকাঙ্খীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রসঙ্গত, পুলকিত সম্রাটের সঙ্গে ২০১৪-এর ৩ নভেম্বর গাঁটছড়া বাঁধেন শ্বেতা রোহিরা। বছর ঘুরতেই আলাদা হয় দুজনের পথ। শ্বেতা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেননি। কিন্তু, কৃতী খারবান্দার সঙ্গে ২০২৪-এ নতুন সংসার পেতেছেন পুলকিত।