/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/salman.jpg)
ভাইজানকে এড়িয়ে গেলেন মুকেশ?
আম্বানি বাড়ির অনুষ্ঠানে কত কিছুই না হয়! এবার, যেন সলমন খানের সঙ্গে কত ছবিই না ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এবার তো রাম চরণ এমন একটি ছবি শেয়ার করলেন...
সলমন খানের দেখা মিলল রামচরণের ছবিতে। অভিনেতা মুকেশ আম্বানির সামনে তখন হাত জোর করে দাঁড়িয়ে আছেন। স্বাভাবিক, বিশ্বের অন্যতম ধনী মানুষ। তাঁর সামনে দাঁড়িয়ে সম্মানের ক্ষেত্রেই রামচরণ হাতজোড় করেন। একেই তো এত সুন্দর বিয়েবাড়ি। তাঁর মধ্যে এমন আতিথেয়তা, মুগ্ধ রাম লিখলেন....
"অনন্ত এবং রাধিকা, অনেক শুভেচ্ছা তোমাদের। এই যাত্রা যেটা শুরু হল সেটা সুন্দর হোক। তোমার এত বড় মন, আমাদের সকলের হৃদয় ছুঁয়ে নিয়েছে। আর মুকেশ জ্বি, আপনি যা অসামান্য অতিথি আপ্যায়ন করলেন, আমি তাতে স্তম্ভিত। আপনার এমন হসপিটালিটি দেখে আমি মুগ্ধ"। শেষ ছবিটিতে রাম চরণ এবং মুকেশ আম্বানি ছাড়াও দেখা যাচ্ছে সলমন খানকে। তাঁর নজর রয়েছে বাঁ পাশে।
আরও পড়ুন - Urvashi Rautela: উর্বশী রাউটেলার আপত্তিকর ভিডিও ফাঁস! অভিনেত্রীর বক্তব্য কী?
আর এই ছবিতেই মজা করতে শুরু করছেন। কেউ বলছেন, 'সলমনকে পাত্তাই দিচ্ছেন না মুকেশ'। আবার কেউ বললেন, 'রাম চরণ হাত জোড় করে এটাই বলছেন, ২ কোটির ঘড়ি পেলাম না তো?' আবার কেউ বললেন, 'সলমন রামকে বলতে চাইছেন, তুই পেলে আমায় দিয়ে দিস'। আবার কেউ বললেন, 'এটা এমন হয় ঐশ্বর্যর সঙ্গে ছবি তোলার আগে, সলমন সব দেখে নিচ্ছেন'।
যদিও, এবার সকলের তুলনায় ভাইজানকে খুব একটা নাচতে দেখা যায়নি আম্বানিদের বিয়েতে। সেখানে, শাহরুখ অনেকটাই মুখ্য ভূমিকায় ছিলেন। বরং, সলমন এবং ঐশ্বর্যর একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলা হয়, বচ্চন পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল না, কিন্তু পুরোনো প্রেমিকের সঙ্গে আবার এক হয়েছেন ঐশ্বর্য। যদিও, সেই ছবি মিথ্যে।