দু’দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন সলমন খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানের ৫ বছরের সাজায় রাতের ঘুম উড়ে গিয়েছিল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের। দাদার জেলযাত্রার খবরে স্বভাবতই ভেঙে পড়েছিলেন বোন অর্পিতা খান শর্মা। যোধপুর আদালত চত্বরে অর্পিতার ফ্যাকাশে মুখও ক্যামেরাবন্দি হয়েছে।
২ রাত জেলে কাটানোর পর অবশেষে জামিন পেয়েছেন সলমন খান। জামিন পাওয়ার দিনই জেল থেকে ছাড়া পেয়ে মুম্বইয়ে নিজের বাড়িতে ফেরেন সল্লুভাই। সলমনের ফাঁড়া কাটায় খান পরিবার যে অনেকটা স্বস্তিতে, তার আভাস মিলল অর্পিতা খান শর্মার ইনস্টাগ্রাম পোস্টে। যে পোস্টে দাদার প্রতি বোনের ভালবাসা ফুটে উঠেছে।
দাদার হাসিমুখের ছবি দিয়ে অর্পিতা পোস্টে লিখেছেন যে, সলমন তাঁর শক্তি, গর্ব, আনন্দ, জীবন, দুনিয়া। একইসঙ্গে বোন অর্পিতা জানিয়েছেন তাঁর চোখে সলমন ঈশ্বরের সন্তান। সেই ঈশ্বরের কাছে দাদার জন্য বোনের প্রার্থনাও ধরা পড়েছে ইনস্টাগ্রাম পোস্টে। সব বিদ্বেষ দূরে সরে গিয়ে যাতে তাঁর দাদার জীবন আনন্দময় হয়ে ওঠে, সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করেছেন অর্পিতা।
A post shared by Arpita Khan Sharma (@arpitakhansharma) on
গত সপ্তাহেই যোধপুর আদালত চত্বরে ফ্রেমবন্দি হয়েছেন সলমনের দুই বোন অর্পিতা খান শর্মা ও আলবিরা খান। বরাবরই সলমনের খুব কাছের অর্পিতা। এমনকি, জেল থেকে ছাড়া পাওয়ার পর মুম্বই বিমানবন্দরেই অর্পিতার ছেলে আহিলকে দেখা গিয়েছিল সলমনের সঙ্গে। রাতে বাড়ি ফিরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে যখন ফ্যানেদের উদ্দেশে হাত নাড়ছিলেন সলমন, তখনও দেখা গিয়েছিল আহিলকে।
আরও পড়ুন, জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পেলেন সলমন খান
আরও পড়ুন, শাকিব সলিমের জন্মদিনের পার্টিতে সলমন খান সহ টিম রেস থ্রি
অন্যদিকে কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন সলমন খান।
Tears of gratitude . To all my loved ones who are with me and never lost hope . Thank you for being there with all the love and support . God Bless .
— Salman Khan (@BeingSalmanKhan) April 9, 2018
গত বৃহস্পতিবার কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন বলিউডের ভাইজান। ওই দিনই সলমনকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয় যোধপুর আদালত। একইসঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়। একইদিনে নায়কের জামিনের আবেদনের তোড়জোড় শুরু করেন তাঁর আইনজীবী। কিন্তু শেষপর্যন্ত জামিন আর্জির মামলা শুক্রবার শুনবে বলে জানায় আদালত। ফলে সে রাত জেলেই কাটাতে হয় সল্লুভাইকে। শুক্রবারও সলমনের জামিন আর্জির মামলা স্থগিত হয়ে যায়। শনিবার দুপুর ৩টে নাগাদ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন মেলে সলমনের।
১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিং করতে গিয়ে যোধপুরে ২টি কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। একই অভিযোগে অভিযুক্ত হন বলিউডের আরও ৪ অভিনেতা সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, তব্বু ও নীলম। যদিও গত বৃহস্পতিবারই এই মামলায় সইফ, সোনালি, তব্বু ও নীলমকে উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস করে আদালত।