/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/salman-khan-7592.jpg)
Salman Khan’s first look in Bharat movie revealed: ‘ভারত’ ছবিতে সলমন খান। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস
Salman Khan’s look in Bharat movie: কালো রঙের টি-শার্টের গায়ে জড়ানো ব্লেজার, তার রঙও কালো। চোখে-মুখে সেই চেনা ভঙ্গি, সেই এক মেজাজ। হ্যাঁ, পরিচিত সলমন খানের লুকেই ‘ভারত’-এর সল্লুভাইয়ের আত্মপ্রকাশ ঘটল। ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর আরও একবার পরিচালক আলি আব্বাস জাফরের পরিচালনায় অভিনয় করছেন সলমন খান। ছবির নাম ‘ভারত’, যে ছবিতে বিভিন্ন অবতারে সলমনকে দেখা যাবে। সেই নানা অবতারের মধ্যে সল্লুভাইয়ের একটি লুক সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নায়কের স্টাইলিস্ট অ্যাশলে রেবেলো।
‘ভারত’ ছবিতে সলমনের লুক দেখে অনেক ফ্যানই হতাশ। নতুন কোনও চমক নেই, ব্লেজার-টি-শার্টের সেই চেনা সল্লুভাইকে দেখে অনেকের মুখই ফ্যাকাশে হয়েছে। এদিকে ‘রেস ৩’ ছবির হাত ধরে বক্সঅফিসে ঝড় তোলার পর এবার ‘ভারত’ ছবির শুটিং ফ্লোরে দিন গুজরান করছেন সল্লুভাই। এ ছবিতেই আবার কয়েকবছর বাদে দেখা যাবে ‘মুঝসে শাদি করোগি’র সেই যুগলকে। হ্যাঁ, সলমন খানের সঙ্গে আবারও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
Salman Khan’s first look from upcoming film Bharat
So here we are together again.... @Bharat_TheFilm begins its shoot today. May god bless us @BeingSalmanKhan@priyankachopra@DishPatani@WhoSunilGrover@atulreellife@TSeriespic.twitter.com/47YPwjHyX4
— ali abbas zafar (@aliabbaszafar) July 22, 2018
আরও পড়ুন, সাত দিনে নয়, ২ দিনেই ধড়কের আয় কুড়ি কোটি
গত রবিবার থেকেই শুটিং ফ্লোরে পা রেখেছে টিম ‘ভারত’। রবিবার টুইট করে ছবির মহরতের কথা জানিয়েছেন স্বয়ং পরিচালক। ২০১৪ সালের কোরিয়ার ছবি ‘ওড টু মাই ফাদার’-এর আদলে তৈরি হচ্ছে ‘ভারত’। সলমন, প্রিয়াঙ্কা ছাড়াও এ ছবিতে দেখা যাবে দিশা পটানি, সুনীল গ্রোভার, বরুণ শর্মাকে।