/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/salman-khan-int-759.jpg)
ধুমের চতুর্থ সিজন থেকে বেরিয়ে গেলেন সলমন খান
বিগ বস সিজন ১২ এর দ্বিতীয় প্রোমোও বেরিয়ে গেল। আর এবার অনন্য সব জুটির সঙ্গে দর্শকের পরিচয় করাবেন সলমন খান। তালিকায় রয়েছেন কাকা-ভাইপো জুটিও। এক মিনিটের এই টিজারে দেখানো হয়েছে সল্লুভাইয়ের দেশী অবতার। প্রত্যেকটি জুটির অনন্য হওয়ার উদাহরণ দিলেন কাকা-ভাইপোকে দিয়ে।
Mama-bhanja ya chacha-bhatija. Kaunsi jodi chamkegi is saal @BiggBoss ke ghar mein? Dekhiye @beingSalmankhan ke saath jald hi sirf @colorstv par! @nadiachauhan@iamappyfizz@oppomobileindia#BB12pic.twitter.com/mrAo9tzmMv
— Raj Nayak (@rajcheerfull) August 18, 2018
তবে এইসব বিরল প্রতিভা নিয়ে কোন কোন প্রতিযোগী বিগ বসের আসর মাতাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য তালিকা অনুযায়ী, নববিবাহিত মিলিন্দ সোমান ও অঙ্কিতা কোনওয়ার থাকতে পারেন শোয়ে, দেখা যেতে পারে টেলিভিশনের তারকা দম্পতি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম, গুরমিত চৌধুরী ও দেবিনাকে। থাকতে পারেন সাড্ডা হক অভিনেতা পরম সিং ও মডেল-অভিনেত্রী স্কারলেট এম রোজ। কমেডিয়ান সুমের পাসরিচাও থাকতে পারেন প্রতিযোগীর তালিকায়। প্রোমো তৈরির কাজ শেষ ইতিমধ্যেই।
Feel the Fizz - Trailer #bb12#biggboss12#Biggboss. The making with @BeingSalmanKhan@ColorsTV#bollywoodpic.twitter.com/fXJKpGlRN5
— Raj Nayak (@rajcheerfull) August 19, 2018
আরও পড়ুন, ‘সুই ধাগা’র অনুষ্কাকে নিয়ে রকমারি মিম!
সূত্রের খবর অনুযায়ী, বিগ বস ১২ তে অতিথি হয়ে আসতে পারেন 'লাভ রাত্রি' ছবির জুটি আয়ূষ শর্মা ও ওয়ারিনা হুসেন। কারণ সলমন খান প্রযোজিত এই ছবি মুক্তি পাবে শো চলাকালীনই। আপাতত, বলিউডের ভাইজান ব্যস্ত সোনিতে 'দশ কা দম' রিয়্যালিটি শোয়ের সঞ্চালনায় ও 'ভারত' ছবির শুটিংয়ে। আগামী ১৬ সেপ্টেম্বর কালার্সে হবে বিগ বস ১২-র প্রিমিয়ায়। ততদিন অপেক্ষা।