Bigg Boss New Season: রহস্যের অবসান, ফাঁস হল সব নাম, কারা থাকছেন এবার সলমনের বিগ বসে?

এ বছরের থিম “ঘরওয়ালোঁ কি সরকার”, যেখানে বাড়ির সদস্যরাই বড় সিদ্ধান্ত নেবেন এবং শোয়ের গতিপথ নির্ধারণ করবেন। নাটক এবং কৌশলের সঙ্গে সঙ্গে দর্শকদের অংশগ্রহণও থাকবে গল্পের অংশ হিসেবে।

এ বছরের থিম “ঘরওয়ালোঁ কি সরকার”, যেখানে বাড়ির সদস্যরাই বড় সিদ্ধান্ত নেবেন এবং শোয়ের গতিপথ নির্ধারণ করবেন। নাটক এবং কৌশলের সঙ্গে সঙ্গে দর্শকদের অংশগ্রহণও থাকবে গল্পের অংশ হিসেবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan-bigg boss

salman khan-bigg boss কারা থাকছেন এবার বিগ বসে? Photograph: (ফাইল চিত্র)

সলমন খান সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ার হতে আর কিছুসময় মাত্র। এ বছরের থিম “ঘরওয়ালোঁ কি সরকার”, যেখানে বাড়ির সদস্যরাই বড় সিদ্ধান্ত নেবেন এবং শোয়ের গতিপথ নির্ধারণ করবেন। নাটক এবং কৌশলের সঙ্গে সঙ্গে দর্শকদের অংশগ্রহণও থাকবে গল্পের অংশ হিসেবে।

Advertisment

অনেকদিন ধরে যেসব নাম ঘুরছিল, তাদের সম্পূর্ণ তালিকা অবশেষে সামনে এসেছে। জানা গেছে, এই মৌসুমে অভিনেতা, পরিচালক ও সোশ্যাল মিডিয়া তারকাসহ প্রায় ১৭–১৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রধান নামগুলোর মধ্যে রয়েছেন –

আওয়েজ দরবার: ভাইরাল ড্যান্স ও ফ্যাশন ভিডিওর জন্য পরিচিত ইনফ্লুয়েন্সার আওয়েজ। তিনি ইসমাইল দরবারের ছেলে। ইনস্টাগ্রামে ৩০.৪ মিলিয়ন ফলোয়ার ও ইউটিউবে ১২ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার।

Advertisment

গৌরব খান্না: ২১ বছরেরও বেশি সময় ধরে টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ; অনুপমা সিরিয়াল ও সেলিব্রিটি মাস্টারশেফ জয়ের মাধ্যমে আলোচনায় এসেছেন।

আশনূর কৌর: ঝাঁসি কি রানি, ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়–সহ বহু হিট সিরিয়ালের অভিনেত্রী। ইনস্টাগ্রামে ৯.৭ মিলিয়ন ফলোয়ার।

শেহবাজ বাদেশা: শেহনাজ গিলের ভাই; ইউটিউবার, গায়ক ও অভিনেতা। অংশগ্রহণ নির্ভর করবে দর্শকদের ভোটে।

নাগমা মিরাজকর: আওয়েজের প্রাক্তন প্রেমিকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার; ৭.৮ মিলিয়ন ইনস্টা ফলোয়ার রয়েছে তাঁর।

বাসির আলি: রোডিজ, স্প্লিটসভিলা জয়ী রিয়েলিটি তারকা; সম্প্রতি কুণ্ডলী ভাগ্য-এ অভিনয় করেছেন তিনি।

তানিয়া মিত্তাল: ইনফ্লুয়েন্সার, মডেল, উদ্যোক্তা ও মোটিভেশনাল স্পিকার; মিস এশিয়া ২০১৮।

অভিষেক বাজাজ: টিভি অভিনেতা, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ দিয়ে বড় পর্দায় অভিষেক।

নেহাল চুরাসামা: মিস ইউনিভার্স ২০১৮-এ ভারতের প্রতিনিধি ছিলেন।

জিশান কাদরি: গ্যাংস অফ ওয়াসেপুর খ্যাত লেখক-অভিনেতা এবার থাকছেন বিগ বসে।

নীলাম গিরি: ভোজপুরি ছবির জনপ্রিয় মুখ; ৪.৯ মিলিয়ন ইনস্টা ফলোয়ার রয়েছে তাঁর।

মৃদুল তিওয়ারি: শীর্ষস্থানীয় ইউটিউবার (১.৯ কোটি সাবস্ক্রাইবার); অংশগ্রহণ নির্ভর করবে ভোটে।

কুনিকা সদানন্দ: অভিজ্ঞ বলিউড অভিনেত্রী; চার দশকের ক্যারিয়ারে বিপুল জনপ্রিয়।

ডিনো জেমস: গায়ক-র‌্যাপার; খতরোঁ কে খিলাড়ি ১৩ বিজয়ী।

প্রণিত মোরে: কমেডিয়ান; সাম্প্রতিক হামলার ঘটনার পর বড় মঞ্চে প্রত্যাবর্তন।

নাতালিয়া জানোজেক: পোল্যান্ডের অভিনেত্রী ও সৌন্দর্য প্রতিযোগিতা অংশগ্রহণকারী এই জনপ্রিয় মুখ থাকছেন এবার।

আমাল মালিক: সংগীত পরিচালক ও গায়ক আরমান মালিকের ভাই; সোজাসাপ্টা মন্তব্যে আলোচিত হয়েছেন সম্প্রতি।

ফারহানা ভাট: বলিউডে ছোট চরিত্রে অভিনয়; তায়কোয়ান্দোতে পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন।

Bigg Boss Bigg Boss OTT