বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড সুপারস্টার সলমন খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা ওরফে গুরমিত সিং জলির বাবা, সুন্দর সিং জলি। তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শেরা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ জানান।
শেরা লিখেছেন, "আমার বাবা, শ্রী সুন্দর সিং জলি আজ স্বর্গে চলে গেছেন।" পাশাপাশি তিনি বাবার শেষকৃত্যের তথ্যও জানান, “শেষ যাত্রা শুরু হবে বিকেল ৪টায়, আমার বাসভবন – ১৯০২, দ্য পার্ক আবাসন, লোখণ্ডওয়ালা ব্যাক রোড, ওশিওয়ারা, আন্ধেরি পশ্চিম, মুম্বাই থেকে।”
যারা সলমনকে চেনেন, তাঁরা সকলেই শেরাকে চেনেন। তাঁর ভক্তদের অনেকেই এই দুঃসংবাদে মর্মাহত। কিছুদিন আগেই সুন্দর সিং-এর ৮৮তম জন্মদিন পালন হয়। ঠিক চার মাস পর তিনি না ফেরার দেশে। জন্মদিন উপলক্ষে শেরা ইনস্টাগ্রামে বাবার সঙ্গে কাটানো মুহূর্তের কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন: "আমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ, আমার ঈশ্বর, আমার অনুপ্রেরণা- ৮৮তম জন্মদিনের শুভেচ্ছা বাবা! আমার সমস্ত শক্তি তোমার থেকেই আসে। তোমাকে চিরকাল ভালোবাসি।"
শেরা সালমান খানের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেন ১৯৯৫ সালে এবং দ্রুতই অভিনেতার অত্যন্ত আস্থাভাজন হয়ে ওঠেন। যদিও 'শেরা' নামেই সকলের কাছে তিনি পরিচিত, তার আসল নাম গুরমিত সিং জলি। ব্যক্তিগত নিরাপত্তা ছাড়াও তিনি ‘টাইগার সিকিউরিটি’ নামে একটি নিরাপত্তা সংস্থা পরিচালনা করেন, যা একাধিক তারকার নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে।
আশির দশকের শেষ দিকে শরীরচর্চার দুনিয়ায় কৃতিত্ব অর্জনের পর, ৯০-এর দশকের শুরুতে শেরা বলিউডে পা রাখেন। সালমান খানের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের সুবাদে, আজও তাকে প্রায় প্রতিটি ইভেন্ট, অনুষ্ঠান ও শুটিংয়ে অভিনেতার পাশে দেখা যায়। সম্প্রতি রাখিবন্ধন উৎসবকে ঘিরে এক বিজ্ঞাপনে, খাবার সরবরাহকারী সংস্থা সুইগির হয়ে দেখা গিয়েছে শেরাকে।