Advertisment

বাবা আরবাজ নিকাহ করলেন, বিয়েতে কালো পোশাকে ছেলে আরহান!

ভাই সলমনের একবার হচ্ছে না, দাদা দুবার! হাসির রোল...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Salman Khan brother arbaz Khan wedding, son argan in black dress

আরবাজের বিয়ে

বিয়ে? তাঁর আবার কোনও বয়স হয় নাকি? নিশ্চই না! মনে প্রেম তো সবকিছুই রঙিন। ফের আবার বিয়ে করলেন আরবাজ খান। প্রেমিকা সূরা খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।

Advertisment

অত্যন্ত, কাছের মানুষদের উপস্থিতিতে নিকাহ সারলেন আরবাজ। বেশ কিছু বছর আগে তাঁর সঙ্গে মালাইকার বিচ্ছেদ হওয়ার পর থেকেই সম্পর্কে ছিলেন তিনি। আজ, ভাই সলমন সোহেল, বাবা সেলিম এবং মা সালমার উপস্থিতিতে নিকাহ রেজিস্ট্রার করলেন তারা। সেখানে, উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকাই।

রবিনা ট্যান্ডন থেকে সপরিবার রিতেশ দেশমুখ, সলমন খোদ সকলেই এসেছিলেন। আর তাঁর সঙ্গে যাকে নিয়ে বেশি আলোচনা তিনি আরবাজ এবং মালাইকার ছেলে আরহান। তাঁকে উপস্থিতি নিয়েই যত আলোচনা। ছেলে কিনা বাবার বিয়েতে। বাস্তবে এসব খুব কম দেখা গেলেও, বলিউডে এসব বিষয় খুব স্বাভাবিক। পরনে কালো রঙের পোশাক, ছেলে আরহান শুরু থেকেই হাজির ছিলেন সেখানে। বাবার বিয়েতে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন।

আর এতেই বেশ কিছু মানুষের নানা সমস্যা। তাদের কথায়, এখন সময় বদলেছে। সেই কারণে, বাবার বিয়েতে ছেলেরা অংশ নিচ্ছে। আবার কেউ বললেন, দুদিন পরে, মায়ের বিয়েতেও যাবে। আবার কারওর কথায়, এসব আজকাল দেখলে শরীর খারাপ লাগে।

যদিও, আরবাজ নিজের বিয়ের পর দিব্যি আনন্দে। তিনি বন্ধু রবিনার সঙ্গে নেচে ফাটালেন। অন্যদিকে, কেউ কেউ মজা করলেন, সলমন আজ একবারও বিয়ের আসনে বসেননি সেখানে দাদা দুবার হয়ে গেল।

bollywood salman khan Entertainment News Arbaaz Khan
Advertisment