Advertisment
Presenting Partner
Desktop GIF

Salman Khan: 'এত কীসের ডবল স্ট্যান্ডার্ড?' অশনীরকে সামনে পেয়েই ছিঁড়ে খেলেন সলমন...

Salman Khan-bigg boss: একটি প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পডকাস্টে সুপারস্টারকে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গেই নানা সওয়াল-জবাব করছেন ভাইজান। আর সেসবের মুখোমুখি হচ্ছেন অশনির।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
bigg boss

Bigg Boss: যা হল বিগ বসের মঞ্চে...

 
 অভিনেতা সলমন খান বিগ বস ১৮এর উইকেন্ড কা ভার পর্বে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার প্রাক্তন বিচারক এবং ভারত পের সহ-প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভারকে স্বাগত জানাবেন। একটি প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পডকাস্টে সুপারস্টারকে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গেই নানা সওয়াল-জবাব করছেন ভাইজান। আর সেসবের মুখোমুখি হচ্ছেন অশনির।

Advertisment

অশনীরকে সালমান বলেন, আমি আপনাকে আমার প্রসঙ্গে নানা কথা বলতে শুনেছি। আপনি বলেছিলেন, 'আমরা তাকে এত টাকার জন্য স্বাক্ষর করেছি, এত টাকা দিয়েছি। আপনি ভুল পরিসংখ্যানও দিয়েছেন। তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ড কিসের?'

জবাবে অশনির বলেন, আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত, আমি মনে করি এটি আমার করা অন্যতম স্মার্ট পদক্ষেপ ছিল। সলমনের জবাব, 'আমি যে ভিডিও দেখেছি, তাতে আপনি এভাবে কথা বলেননি।' চুপ করে যান প্রাক্তন শার্ক ট্যাঙ্কের বিচারক। বরং গলার স্বর কমিয়ে, তাঁকে একথা বলতে শোনা যায়, "আমি হয়তো আপনার থেকে শিখছি এখন।"  

সলমনের চখো এড়ায় না কিছুই। তাঁকে নিয়ে কে কী বলছেন, সেটা তাঁর বিলক্ষন মনে থাকে। তাই তো প্রকাশ্যেই অশনীরকে চেপে ধরলেন তিনি। ভয়ের চোটে তিনি এও বসে বললেন, "হয়তো সাক্ষাৎকার ঠিক করে আসেনি।"

যদিও বা অশনীরের অনেকদিন ধরেই বদনাম রয়েছে। তিনি যেভাবে মানুষের সঙ্গে কথা বলেন, তাতে অনেকেই আপত্তি জানিয়েছেন বহুবার। কেউ কেউ তার মুখের চোটে বারবার সতর্ক করেছিলেন তাঁকে। অকথ্য গালিগালাজ করতেও দেখা গিয়েছে তাঁকে। সলমন নিজের সামনে অশনীরকে চুপসে যেতে দেখে এমনও বলে বসেন, এবার যেভাবে আপনি কথা বলছেন, সেটা ঠিক আছে। 

গত বছর এক পডকাস্টে অশনীর সলমনের সঙ্গে ছবি তুলতে অস্বীকার করার কথা বলেছিলেন। তিনি বলেন, আমরা তাকে স্পনসর হিসাবে রেখেছিলাম এবং আমি তাকে আমাদের সংস্থা সম্পর্কে বলার জন্য একটি শুটিংয়ে তার সাথে দেখা করেছিলাম। তিন ঘন্টা বসে ছিলাম এবং তার ম্যানেজার বলেছিলেন যে তার সাথে কোনও ছবি তোলা যাবে না কারণ 'স্যার' এটি পছন্দ করেন না। আমি বললাম, ঠিক আছে, করব না। জাহান্নামে যাও, এত কীসের হিরোগিরি কেন? 

 

salman khan bollywood Bollywood Actor Bigg Boss
Advertisment