Advertisment
Presenting Partner
Desktop GIF

Bigg Boss 18: হাঁটে হাঁড়ি ভাঙলেন সলমান! চাহাতের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস, বিগ বসের ঘরে ধুন্ধুমার

Salman-Chahat: ব্যক্তিগত বিষয় নিয়ে মুখে কুলুপ চাহাত পাণ্ডের। এদিকে বিগ বসের ঘরে সকলের সামনে সিক্রেট ফাঁস করে দিলেন ভাইজান। তারপর...?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
চাহাতের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করলেন সলমান

চাহাতের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করলেন সলমান

Salman-Chahat Bigg Boss 18: বিগ বসের ঘর মানেই সেখানে ঘটবে নানান রকমের ঘটনা। কখনও একে অপরের সঙ্গে মনোমালিন্য তো কখনও আবার উদ্দেশ্যপ্রণোদিত কোনও কথা বলা। শুধু তাই নয়, মাঝেমধ্যে তো পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে সঞ্চালক সলমানকে অগত্যা হস্তক্ষেপ করতে হয়। এওকে অন্যের সিক্রেটও মাঝে মাঝে ফাঁস করে দেয় বিগ বসের ঘরে।

Advertisment

অনেক সময় খোদ সলমানও সেই ভূমিকায় অবতীর্ণ হন। বিগ বস ১৮-এর ৮৯ তম দিনে চাহাত পাণ্ডের সিক্রেট লাভ স্টোরি ফাঁস করতে উদ্যোগী হন ভাইজান। যদিও চাহাত প্রেমের কথা অস্বীকার করেছেন।  বুধবার বিগ বসের ঘরে 'ফ্যামিলি উইক' -এ হাজির ছিলেন প্রতিযোগীদের পরিবারের সদস্যরা। সেই এপিসোডে এসেছিলেন চাহাতের মা ভাবনা।

BB house-এ এসে চাহাতের মা ক্ষোভ উগরে দেন অপর প্রতিযোগী অভিনাশ মিশ্রার উপর। অভিযোগ, অভিনাশ যেভাবে তাঁর মেয়ে চাহাতের সঙ্গে আচরণ করেছেন, অপত্তিকর মন্তব্য করেছেন তা মোটেই কাম্য নয়। সেই সঙ্গে ভাবনা আরও বলেন, চাহাতের কোনও প্রেমিক নেই। মায়ের পছন্দের পাত্রের সঙ্গেই বিয়ে করতে আগ্রহী তাঁর মেয়ে। বিয়ের ব্যাপারে মায়ের পছন্দ নিয়ে কোনও প্রশ্নও করেন না চাহাত পাণ্ডে।

কিন্তু, বিগ বসের লেটেস্ট এপিসোড Weekend Ka Vaar-এ চাহাতের মা কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন তাঁর মেয়ের একজন মনের মানুষ আছেন। এবং তাঁদের সম্পর্কটাও দীর্ঘদিনের। এমনটাই দাবি সলমানের। ভাইজানের স্পষ্ট কথা, 'আপনার মা-ই কিন্তু বলেছিলেন কেমন ছেলে চান। যে ছেলে মেয়েদের পিছনে ঘুরবে না আপনার তো এমন ছেলেই ভাল লাগে। চারিত্রিক বৈশিষ্ট্য জানিয়ে দিয়েছেন। আমাদের টিমের সদস্যদের কেউ একজন ফোন করেছিলেন। আমরা আপনাকে কিছু দেখাতে চাই।' হাটে হাঁড়ি ভেঙে দেন দাবাং খান। 

Advertisment

সকলের সামনে সলমান একটি ছবি দেখান। যেখানে চাহাত পাণ্ডে একটি কেকের সামনে বসে আসেন। আর ক্যাপশনে লেখা, 'আমার ভালবাসা, আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সরি'। এই ঘটনায় বেশ খানিকটা রেগে যান চাহাত। সেই মুহূর্তেই অভিনাশ চাহাতকে পরামর্শ দেন, সম্পর্কের কথা না লুকিয়ে স্বীকার করে নেওয়ার। সুর চড়িয়ে চাহাত বলেন, 'এইরকম করো না অভিনাশ।'

পালটা তিনি বলেন, 'সেটে সকলে তোমার কথা জানে।' তবুও চাহাত পাণ্ডের মুখে কুলুপ। লাগাতার প্রেমের কথা নাকোচ করতে থাকেন। কথায় আছে না ওস্তাদের মার শেষ রাতে। সলমানের সাফ কথা, 'যদি থাকে তো থাকবে। আর না থাকে তো নেই।'  

reality show salman khan Bigg Boss
Advertisment