Advertisment

সলমন-সোনাক্ষীর দাবাংয়ের পরের কিস্তি সামনের বছর

এবছরই আটটা বছর পেরিয়ে এল সলমন-সোনাক্ষীর দাবাং। আর সেই সুযোগেই এই জুটি ঘোষনা করলেন পরের দাবাং ছবির কথা। তাড়াতাড়িই শুটিং ফ্লোরে যাবে দাবাং থ্রি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সলমন খান ও সোনাক্ষী সিনহা প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাদের দাবাং প্রজেক্টের পরের ছবির

সলমন খান ও সোনাক্ষী সিনহা প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁদের দাবাং প্রজেক্টের পরের ছবির। খুব তাড়াতাড়িই ফ্লোরে যাবে 'দাবাং থ্রি'। ভাইজান এবং সোনাক্ষী, দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম পেজে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন এই খবর। এটাও জানান, সামনের বছর মুক্তি পেতে চলেছে 'দাবাং থ্রি'। ১০ সেপ্টেম্বর দাবাং সিরিজের প্রথম ছবি আট বছর পূরণ করল। আর সেই মাইলফলক উদযাপন করতে সলমন খান নিজের ইনস্টা হ্যান্ডেলে লিখলেন, ''আজ আট সাল হো গয়ে দাবাং কো... রাজ্জো ও চুলবুল পান্ডের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, এত ভালবাসা দেওয়ার জন্য। দাবাং থ্রি নিয়ে দেখা হচ্ছে আগামী বছর।"

Advertisment

তার কিছুক্ষণের মধ্যেই সোনাক্ষী ধন্যবাদ জানালেন তাঁর ফ্যানেদের। প্রসঙ্গত, এই ছবি দিয়েই বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন দাবাং গার্ল।

দাবাং ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির কল্যাণে টিনসেল টাউনে প্রযোজক হিসাবে সামনে আসেন আরবাজ খান, এবং পরিচালকের আসনে ডেবিউ করেন অভিনব কাশ্যপ। আট বছর আগের কোরিয়োগ্রাফির স্মৃতিচারণ করে করিয়োগ্রাফার মুদাসসর খানও পোস্ট শেয়ার করেন সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন, ব্রহ্মাস্ত্র-র সেটে খোশমেজাজে ধরা দিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর

তবে সামনেই টেলিভিশন নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়বেন সলমন খান। বিগ বসের দ্বাদশ সিজন নিয়ে আবার ফিরছেন তিনি। এছাড়াও সল্লু মিঞা ব্যস্ত 'ভারত' ছবির শুটিং নিয়ে।

salman khan Sonakshi Sinha
Advertisment