/indian-express-bangla/media/media_files/2024/10/18/kIX4qoOt5OVd7Yu4FPcR.jpg)
Salman Khan - সলমনের ওপর হুমকি বাড়ছে?
সলমন খানকে নিয়ে আতঙ্ক বাড়ছে। কারণ, বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে তিনি লাগাতার হুমকি পেয়ে চলেছেন। ক্রমাগত, তাঁর জীবন নিয়ে সংশয় বাড়ছে। সলমন খান, বাবার মৃত্যুর খবর পেয়েই দৌড়ে এসেছিলেন।
সিকন্দর ছবির শুটিং করছিলেন সলমন। কানাঘুষো, শোনা যাচ্ছে সলমন খান নাকি ছবি এবং বিগ বসের শুটিং বাতিল রাখতে পারেন। মুম্বই পুলিশ এক তথ্য প্রকাশ করেছে, যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণই এবং তাঁর গ্যাং নাকি জানিয়েছে, যে ভাইজান এখন শুটিং থেকে বিরত থেকেছেন। তাহলে কি কোনও আশঙ্কা রয়েছে?
এমনকি, ভাইজানের পরিবারের তরফে জানা গিয়েছে, তারাও নাকি ভাল নেই। সলমনকে নিয়ে ভাবনায় আছেন। কিন্তু, নিরাপত্তার অভাব কি সত্যিই হচ্ছে ভাইজানের? অভিনেতাকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। কিন্তু, তাঁর থেকেও বড় কথা, তাঁর ঘনিষ্ঠ তরফে খবর, এসব নাকি কিছুই হয়নি। বরং, সলমন নাকি বহাল তবিয়তে কাজ করছেন।
সূত্রের দাবি, যেদিন থেকে বাবা সিদ্দিকী খুন হয়েছেন, সেদিন থেকে সলমনের নিরাপত্তা বেড়েছে। যারা তাঁকে নিরাপত্তা দিতেন, তাঁদের দলে লোকসংখ্যা আরও বেড়েছে। যুক্ত হয়েছেন আরও আট দশ জন। তারা ভাইজান পৌঁছনোর আগেই পৌঁছে যান। শুটিং ফ্লোর নজরে রাখেন। সেখানে পরিস্থিতি তদারকি করেন। তারপর, ভাইজান সেখানে প্রবেশ করেন।
একথা, অনেকের অজানা না যে ভাইজানের বাড়ি এখন সুরক্ষা চাদরে ঢাকা। ২৪ ঘণ্টা পুলিশের পাশাপাশি স্নিফার পোস্টিং রয়েছে সেখানে। বসানো হয়েছে গার্ড রেল। উল্লেখ্য, আগামীতে তাঁর ছবি সিকন্দর রিলিজ করতে চলেছে। এবছর দীপাবলী কিংবা ঈদ উপলক্ষে তাঁর একটি ছবিও মুক্তি পায়নি। তাই, আসন্ন ছবি নিয়ে নানা আলোচনা চলছে।