Advertisment

বিরক্ত! বিগ বসের বাড়িতে বাসন মাজলেন, বাথরুম পরিষ্কার করলেন সলমন

বিগ বসের বাড়ির বাথরুম পরিষ্কার নিয়েই সর্বদা বাক-বিতণ্ডা লেগে থাকে। এবারে সদস্যদের ব্যবহারে বিরক্ত হয়ে নিজেই বাথরুম সাফ করার দায়িত্ব নিলেন সলমন খান।

author-image
IE Bangla Web Desk
New Update
bigg boss

বিগ বসের বাড়িতে ঢুকে এসবই করলেন সলমন খান।

বিগ বসে দশ বছর ধরে সঞ্চালনা করছেন সলমন খান। তবে এই সিজনে যা ঘটালেন তা আগে কোনওদিন হয়নি। বিগ বসের বাড়িতে ঢুকে নিজেই বাসন মেজে, বাথরুম পরিষ্কার করলেন ভাইজান। হতবাক বাড়ির সদস্যরা। কিন্তু একবার তাদের দিকে ঘুরেও তাকালেন না তিনি। এমনকী বাড়ির সদস্যরা সলমনকে সবটা করতে দেখলেন কিন্তু বেরিয়ে এসে তাদের বাধা দেওয়ার জায়গা ছিলনা। বেডরুমে বন্ধ ছিলেন তারা।

Advertisment

এ সপ্তাহে শেহনাজ গিল বাড়ির ক্যাপ্টেন। আর এই সপ্তাহেই বাড়ির অন্য সদস্যরা কার্যত অসহযোগীতা শুরু করে। কেউ কোনও কাজ করতে রাজি নয়। বিশেষ করে বিগ বসের বাড়ির বাথরুম পরিষ্কার নিয়েই সর্বদা বাক-বিতণ্ডা লেগে থাকে। এবারে সদস্যদের ব্যবহারে বিরক্ত হয়ে নিজেই বাথরুম সাফ করার দায়িত্ব নিলেন সলমন খান।

আরও পড়ুন, বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার টেলিতারকা কুশল পাঞ্জাবির ঝুলন্ত দেহ

বাড়ির সদস্য 'সরি সরি' বলে চিৎকার করতে থাকলেও তাতে কার্যত পাত্তা দিলেন না সলমন। বাইরে গিয়ে টিভির মাধ্যমে সামনে এলেন সদস্যদের। তখনও অনুশোচনা প্রকাশ করে যাচ্ছিলেন আসিম, সিদ্ধার্থ সহ বাড়ির বাকি সদস্যরা কিন্তু তাতেও মন গলেনি ভাইজানের। কারও 'লজ্জা' নেই ঘরের কারও, সবাই সবাইকে 'তিস মার খান' ভাবেন।

প্রসঙ্গত, শেহনাজের ক্যাপ্টেনসিকালে মধুরিমা তুলিকে বাসনের দায়িত্ব ও আসিম রইসকে বাথরুমের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কেউই করতে রাজি হননি। এমনকী বিগ বসের বাড়ির কাজের ডিউটি নিয়ে আসিম-সিদ্ধার্থ, মধুরিমা-শেহনাজ ও পারস-বিশালের মধ্যে ঝগড়াও হয়।

salman khan Bigg Boss
Advertisment