/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/salman1.jpg)
সলমন খান...
অভিনেতা সলমন খানকে নিয়ে অভিযোগের শেষ নেই। যে নায়িকাই তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাঁরা একটাই কথা বলেছেন, মানসিকভাবে সুস্থ নন সলমন। তাঁদের অত্যাচার করেন। এবার এক ভয়ঙ্কর অভিযোগ আনলেন তিনি।
তিনি সলমনের প্রাক্তন প্রেমিকা। সোমি আলি প্রাক্তন সলমনকে নিয়ে এনেছেন চূড়ান্ত অভিযোগ। পাকিস্তানি-আমেরিকান এই অভিনেত্রীর একবার সুযোগ হয়েছিল সলমনের সঙ্গে কাজ করার। সেই ছবি রিলিজ না করলেও প্রেম ডানা বাঁধে তাঁদের মধ্যে। তারপরই নাকি অত্যাচার, মারধোর সহ্য করেন অভিনেত্রী। মাঝেমধ্যেই সলমনের সেই আচরণ প্রসঙ্গে সরব হন। সেই নিয়ে আলোড়ন তোলেন ভাইজান ভক্তরা। তবে, এবার বিস্ফোরক তিনি।
আরও পড়ুন < ‘একজন মেরুদণ্ডহীন মানুষ কীভাবে…’, তারকাদের CBI তদন্তের পরই প্রশ্ন তুললেন মানসী সিনহা! >
নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে হ্যাশট্যাগ জুড়েছেন সলমনের নামে। লিখছেন... "আমি জানি এই পোস্টটি আমায় মুছে ফেলতে বলা হবে। কেউ কেউ আমায় নানাভাবে কটাক্ষ করবে কিন্তু আমি আমার প্রতিবাদ থামাব না। কারণ, আপনাদের এসবের মধ্যে দিয়ে যেতে হয়নি। যে আমার সঙ্গে এই আচরণ করেন তিনি একজন সুপারস্টার। সে যেমন একজনের কেরিয়ার তৈরি করতে পারেন তেমনই ভেঙে দিতেও পারেন। তাঁর কারণে অনেকেই আপনাকে সঙ্গ দিতে পারেনি।"
আরও পড়ুন < কেক – ফুল, স্বল্প আড়ম্বরে বিয়ে সারলেন অভিনেত্রী শ্রুতি দাস >
এখানেই থামলেন না তিনি। যেসময় তাঁর সঙ্গে এহেন অত্যাচার হয়েছে কাউকে পাশে পাননি অভিনেত্রী। অভিযোগ করলেন এমনই যারা দুঃসময়ে পাশে ছিলেন না তাঁরা আবার আমায় নিয়ে বিচার করতে চলে আসবে। আরও লিখলেন, "ওই মানুষটাকে প্যারা ইনসান বললেই আমি হয়তো ভাল হয়ে যাব। কিন্তু ওই মানুষটা যে কি ভয়ঙ্কর আমি জানি। একটা রূপকথার গল্পের ভৌতিক পরিণতির মত। আমাকে ট্রোল করার আগে জানবেন, ওই বন্ধ দরজার পিছনে আপনি ছিলেন না। আমার সঙ্গে যা অত্যাচার হয়েছে সেটা আমি সহ্য করেছি। এতটা নিষ্ঠুর হবেন না, অন্তত তাঁর প্রতি যে কিনা বেকসুর।"
উল্লেখ্য, সলমন যে অত্যাচার করেন একথা প্রকাশ্যে জানিয়েছিলেন ঐশ্বর্য নিজেও। তাঁদের সম্পর্কের ছেদ পড়েছিল এভাবেই। এমনকি ক্যাটরিনা নিজেও এতে সম্মতি জানিয়েছিলেন। বর্তমানে সলমনকে নিয়ে চূড়ান্ত বিতর্ক। বিগ বসের মঞ্চে মেজাজ হারাচ্ছেন তিনি।