Salman Khan Sikandar: ইদ মানেই সলমন ভক্তদের কাছে 'সিনেমা উৎসব'। প্রত্যেক ইদেই ধারাবাহিকতা বজায় রেখে মুক্তি পায় ভাইজানের ছবি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ইদ উপলক্ষে ভক্তদের জন্য সলমনের উপহার 'সিকন্দর'। দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দনার সঙ্গে সলমনের প্রথম অন স্ক্রিন কেমেস্ট্রি এই ছবির অন্যতম আকর্ষণ সে কথা বলার অপেক্ষাই রাখে না। অপেক্ষার অবসান ঘটিয়ে, ৩০ মার্চ, রবিবাসরীয় আমেজে সিলভার স্ক্রিনে মুক্তি পেল সলমন-রশ্মিকা অভিনীত বহুপ্রতিক্ষীত ছবি সিকন্দর। রবিবার ছবি মুক্তি সলমন ভক্তদের জন্য নিঃসন্দেহে খুশির ডবল ডোজ। ভাইজানের ভক্তরা যাঁরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চান, ছুটির দিনে সেটা তাঁদের পক্ষে সম্ভব।
সলমানের ছবি মুক্তির দিন যে ভক্তদের কাছে উৎসবের থেকে কোনও অংশে কম নয়, বহু বছর ধরে সেই ধারাই বজায় রয়েছে। সিকন্দরের ক্ষেত্রেও যে তার অন্যথা হল না। রবিবার সকাল থেকেই সলমনের সিকন্দর জ্বরে কাবু ভক্তরা। 'ভাইজান ম্যানিয়া' ধরা পড়ল সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায়। Gaiety Galaxy theatre-এর বাইরে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রিয় তারকার পোস্টার হাতে কেক কেটে ভক্তরা একে অপরকে খাইয়ে ছবি মুক্তির খুশি উদযাপনে মেতেছেন। পরিচালক AR Murugadoss-এর নির্দেশনায় প্রথমবার সলমন-রশ্মিকা জুটি ভক্তদের মনে কেমন প্রভাব ফেলে সেটা তো ক্রমশ প্রকাশ্য।
সলমন-রশ্মিকা ছাড়াও সিকন্দর-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরমন যোশী, প্রতীক বব্বর, কাজল আগরওয়াল, আনজিনি ধাওয়ান। মুক্তির পরই সলমনের পাওয়ার ফুল অ্যাকশন প্যাকড মুভি সিকন্দর বড় পর্দায় ধামাকা করে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় দর্শক ইতিমধ্যেই সিকন্দরের রিভিউ শেয়ার করেছেন। ছুটির দিনে ফার্স্ট ডে ফার্স্ট শো-তে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁদের মতে, এই ছবি নিঃসন্দেহে আরও একবার সলমনের ইদ স্পেশাল গ্র্যান্ড কামব্যাক। এক্স হ্যান্ডেলে দর্শকের একাংশ লিখেছেন, সিকন্দর পুরোপুরি 'পয়লা উসুল' একটি ছবি অর্থাৎ টিকিট কেটে ছবি দেখে হতাশার কোনও জায়গা নেই। মুক্তির প্রথমদিনেই ভাইজান ভক্তরা 'সিকন্দর'-কে 'ব্লকবাস্টার' তকমা দিয়ে দিয়েছেন।