ছেলের পর এবার বাবা। সলমন খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে এর আগে অনেকবার হুমকি, প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। এমনকি ভাইজানের বাড়ির বারান্দায় গুলি পর্যন্ত চালানো হয়েছে। আর এবার তাঁর বাবা।
সলমনের বাবা যখন মর্নিং ওয়াক সেরে একটু শান্তিতে বসে আছেন, ঠিক তখনই সেখানে বুরখা পরিহিত এক মহিলা এসে তাঁকে বলে বসেন, লরেন্স বিষ্ণইকে ডাকব নাকি। পরিস্থিতি বুঝতে না পেরেই থতমত খেয়ে যান বর্ষীয়ান সেলিম খান। ঘটনা এই প্রথম না। বারান্দায় গুলি চলার পর বেশ কিছুমাস একটু পরিস্থিতি হাতের মধ্যে থাকলেও এখন আবারও সেই একই ঘটনা।
মুম্বাইয়ের কার্টার রোডে ঘটে এই ঘটনা। সেলিম খানকে বাইকে চেপে এসেই হুমকি দেন দুই ব্যক্তি। বান্দ্রা পুলিশ দুজনকে চিহ্নিত করেছে। শুধু তাই নয়, তাঁদেরকে খোঁজার চেষ্টা চালাচ্ছে। সূত্রের খবর, সেই বাইক আরোহীর একজন মহিলা। এবং তিনিই সেলিম সাহেবের সামনে এসে প্রশ্ন করেন... "লরেন্স বিষ্ণইকে ডাকব?"
যদিও, পুলিশ মনে করছে যে এই সম্পূর্ন ঘটনা ঘটেছে শুধুই মজার ছলে। সেলিম খান প্রাতভ্রমণ সেরে তখন বসে রয়েছেন, তখনই এমন ঘটনা ঘটে। লরেন্স সেই অভিযুক্ত যিনি গায়ক এবং র্যাপার সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে যুক্ত। যদিও, তাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাঁর দলবলের অনেকেই এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়তে।
উল্লেখ্য, সলমনের ওপর লাগাতার অনেকবার হামলা হওয়ার পর, মুম্বাই পুলিশের তরফে জোরালো ব্যবস্থা নেওয়া হয়। তৎপরতার সঙ্গে তার বাড়ির চারপাশ সুরক্ষায় মুড়িয়ে ফেলা হয়। গতবার, তাঁর বাড়ির বারান্দায় গুলি চললে, একনাথ শিন্ডে নিজেও দেখা করতে গিয়েছিলেন। তবে, আবারও একই কান্ড। ফের পুলিশের চাপ বাড়ছে।