১০০ কোটিতে পৌঁছে গেল 'ভারত'। ভাইজানের পক্ষে এই বেঞ্চমার্চ স্থাপন করাটা খুব একটা কঠিন কাজ নয়। আলি আব্বাস জাফরের এই ছবি চারদিনের মধ্যেই ১২২.২০ কোটি টাকা আয় করে ফেলেছে বক্সঅফিসে। 'ভারত'-এ সলমন ছাড়াও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, তাব্বু, সুনীল গ্রোভার, দিশা পাটানি, জ্যাকি শ্রফরা। ট্রেড অ্যানালিস্ট টুইট করে একথা জানিয়েছেন।
#Bharat rocks the BO... Biz jumps on Day 4... Multiplexes join the party, single screens rock-steady... Will continue its winning streak today
... Being patronised by family audience... Wed 42.30 cr, Thu 31 cr, Fri 22.20 cr, Sat 26.70 cr. Total: ₹ 122.20 cr. India biz. — taran adarsh (@taran_adarsh) June 9, 2019
আগেই আরও একটা টুইটে তিনি ভাগ ভাগ করে জানিয়েছেন কীভাবে একশো কোটির ক্লাবে পৌঁছে যেতা পারে 'ভারত'।
আরও পড়ুন, রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করতে চলেছেন শাশ্বত?
As #Bharat cruises past ₹ ???? cr mark today
, Salman Khan sets another benchmark: Highest number of films in ₹ ???? cr+ Club... The tally rises to 14 with #Bharat... Breakup:
⭐️ ₹ 300 cr: 3
⭐️ ₹ 200 cr: 2
⭐️ ₹ 100 cr: 9
India biz.— taran adarsh (@taran_adarsh) June 8, 2019
ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা লিখেছেন, ”দেশভাগের রক্তাক্ত বীভৎসতা, লাহোরে ভারতের পরিবার ভেঙে যাওয়া, সেখান থেকে দিল্লির উদ্বাস্তু শিবির, এসবে ‘ভারত’-এর স্বচ্ছন্দ বিচরণ। কিন্তু তারপরেই হোঁচট খায় ছবি।”
”এই ছবিতে অনেক কিছু দেখে নাক সিঁটকোতেই পারেন, কিন্তু দেশ আমাদের সকলের, এই বোধ জাগিয়ে তুলতে সক্ষম ‘ভারত’। যেমন গ্রোভারের অনবদ্য অভিনয়ে সমৃদ্ধ বিলায়তির চরিত্রটি একজন মুসলমান। সংলাপ কিছু ক্ষেত্রে অতিনাটকীয় মনে হলেও আমাদের ফিরিয়ে নিয়ে যায় এমন এক সময়ে, যখন নির্ভয়ে দুই ঘোর শত্রুর মধ্যেও ‘দোস্তি’ এবং ‘ভাইচারা’র কথা বলা যেত, বলা যেত যে আসলে সবাই এক, দেশভাগের ফলে হৃদয় ভাগ হয় নি। হ্যাঁ, বজরঙ্গি ভাইজান-এর ছায়া অবশ্যই দেখবেন, কিন্তু দীর্ঘদিন বিচ্ছিন্ন প্রিয়জনের মিলনের গল্প শুনতে কার না ভাল লাগে? হোক না প্যাচপ্যাচে আবেগ, চোখে জল তো আসেই। আমার চোখে তো এলো।”