Salman Khan: সলমনের বিরুদ্ধে মামলা! বিরাট ফাঁসলেন বলিউডের ভাইজান

বর্তমানে সালমান খান বিগ বস ১৯ সঞ্চালনা করছেন এবং একই সঙ্গে “ব্যাটল অফ গালওয়ান”-এর শুটিংয়েও ব্যস্ত। সম্প্রতি তাঁর ফিটনেস নিয়ে সমালোচনার পর...

বর্তমানে সালমান খান বিগ বস ১৯ সঞ্চালনা করছেন এবং একই সঙ্গে “ব্যাটল অফ গালওয়ান”-এর শুটিংয়েও ব্যস্ত। সম্প্রতি তাঁর ফিটনেস নিয়ে সমালোচনার পর...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan threat

ফ্যাসাদে সলমন ... Photograph: (ফাইল)

Salman Khan-Bollywood: পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোকে কেন্দ্র করে, আইনি জটিলতায় পড়লেন বলিউড সুপারস্টার সলমন খান। এএনআই সূত্রে জানা গেছে, বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি, কোটা ভোক্তা আদালতে অভিযোগ দায়ের করেছেন। যেখানে দাবি করা হয়েছে যে সলমন এমন একটি মাউথ ফ্রেশনার ব্র্যান্ডকে সমর্থন করছেন, যা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ক্রেতাদের বিভ্রান্ত করছে। 

Advertisment

আদালত ইতিমধ্যেই সলমন খান এবং সংশ্লিষ্ট পান মশলা প্রস্তুতকারী সংস্থাকে নোটিশ পাঠিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৭ নভেম্বর। যদিও ভাইজান একা নন। এর আগেও অক্ষয় কুমার, শাহরুখ খান-পানমশলার বিজ্ঞাপন করে বেজায় ফেঁসেছেন। 

অভিনয়ের মাঝেই থেমে গেল জীবন! আকস্মিক মৃত্যু অভিনেতার

ইন্দর মোহনের অভিযোগ, সলমন দেশের কোটি মানুষের আইকন। অথচ তিনি এমন একটি ব্র্যান্ডের প্রচারে যুক্ত যা তরুণদের কাছে ভুল বার্তা দিচ্ছে। তাঁর দাবি, “বিদেশি তারকারা ঠান্ডা পানীয় পর্যন্ত প্রচার করেন না, আর এখানে বলিউড তারকারা তামাক ও পান মশলার প্রচার করছেন। পান মশলা মুখের ক্যান্সারের অন্যতম কারণ। এমন প্রচার বন্ধ হওয়া উচিত।”

Advertisment

তিনি আরও প্রশ্ন তোলেন, বিজ্ঞাপনে দাবি করা হচ্ছে জাফরান ও এলাচ ব্যবহার করা হয়েছে। কিন্তু বাস্তবে ৫ টাকার পণ্যে, প্রতি কেজি প্রায় ৪ লক্ষ টাকার জাফরান থাকা সম্ভব নয়। যদিও সালমানকে কেবলমাত্র এলাচ যুক্ত পণ্যের বিজ্ঞাপনেই দেখা গেছে, পান মশলার বিজ্ঞাপনে নয়।

Virat Kohli Birthday: বিরাটের এই গুণেই মুগ্ধ অনুস্কা, জানেন সেটা কী?

এদিকে, বর্তমানে সালমান খান বিগ বস ১৯ সঞ্চালনা করছেন এবং একই সঙ্গে “ব্যাটল অফ গালওয়ান”-এর শুটিংয়েও ব্যস্ত। সম্প্রতি তাঁর ফিটনেস নিয়ে সমালোচনার পর নতুন ছবি শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছেন।

salman khan Entertainment News Today Entertainment News