Salman Khan Sikandar: বক্স অফিসে ডাহা ফেল সিকন্দর, বুলেটপ্রুফ কাচের আড়ালে সলমনের সারপ্রাইজ, সঙ্গী কারা?

Salman Khan Eid: ইদের দিন বুলেটপ্রুফ কাচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন সলমন। হাত নেড়ে ইদের শুভেচ্ছাও জানালেন ভাইজান। সঙ্গী কারা?

Salman Khan Eid: ইদের দিন বুলেটপ্রুফ কাচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন সলমন। হাত নেড়ে ইদের শুভেচ্ছাও জানালেন ভাইজান। সঙ্গী কারা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan

বুলেটপ্রুফ কাচের আড়ালে সলমনের সারপ্রাইজ

Salman Khan Greets Fans: প্রতি বছর ইদের দিন সলমানের বাসভবন গ্যালাক্সির বাইরে থাকে ভক্তদের উপচে পড়া ভিড়। বাবা সেলিম খানকে পাশে নিয়ে বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। কিন্তু, গতবছর ভাইজানের গ্যালাক্সির বাইরে চেনা ছবিটা দেখা যায়নি। বিষ্ণোই গ্যাং গ্যালাক্সির বারান্দায় গুলি চালানোর পর কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন সলমন।

Advertisment

এবার সেই বারান্দা থেকেই ইদের দিন দর্শন দিলেন ভাইজান। তবে বুলেট প্রুফ কাঁচের আড়ালেই থাকতে হয়েছে। সঙ্গে ছিল বোন অর্পিতা খানের দুই ছেলে মেয়ে, আয়ত ও অহিল। মামাকে হাত নাড়তে দেখে দুই খুদেও হাত নাড়ে। সলমন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই মুহূর্তটাকে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। গ্যালাক্সির বারান্দায় বেশ কয়েকমাস পর চেনা ছন্দে দেখা গেল সলমনকে। 

Advertisment

৩০ মার্চ মুক্তি পেয়েছে সলমন-রশ্মিকা অভিনীত বহু প্রতিক্ষীত ছবি সিকন্দর। কিন্তু, বক্স অফিসে আশানুরূপ ফল হয়নি। হলফেরৎ সমীক্ষা বলছে, দর্শকের দিল জিততে পারলেন না ভাইজান। ইদের দিন প্রিয় তারকার বাড়ির সামনে জমায়েতে কিন্তু, তার কোনও প্রভাব পড়েনি।

গত বছর বিষ্ণোই গ্যাংয়ের গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল বিটাউনে। অভিনেতার নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি থেকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা, চব্বিশ ঘণ্টার কড়া নজরদারি রয়েছে। কিন্তু, ইদের দিন সাদা পঞ্জাবি পরে বুলেট প্রুফ কাঁচের বারান্দা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। ইদের দিন একটি ছোট্ট ভিডিও পোস্ট করে শুভেচ্ছাবার্তায় বলেছেন, 'আপনাদের সকলকে ইদের শুভেচ্ছা।'

Sacnilk-এর রিপোর্ট মোতাবেক,ওপিনং ডে-তে সিকন্দরের বক্স অফিস কালেকশন ২৬ কোটি ও দ্বিতীয় দিনের আয় ২৯ কোটি। দুদিনে সলমন-রশ্মিকার সিকন্দরের ঝুলিতে এসেছে মোট ৫৫ কোটি। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত ছাবা। প্রথমদিনের আয়ে সলমনকে টেক্কা দিয়েছেন ভিকি। ছাবার প্রথমদিন বক্স অফিস কালেকশন ছিল ৩১ কোটি। ২০২৫-এ প্রথমদিনে সর্বোচ্চ আয়ের নিরিখে ছাবা-ই ভিকির প্রথম সিনেমা। 

bollywood movie Bollywood News Bollywood Actor Sikandar salman khan