scorecardresearch

নাজেহাল অবস্থা! হাঁপিয়ে উঠলেন ভাইজান, কী এমন হল সলমনের?

ঠিক আছেন তো ভাইজান? উদ্বিগ্ন অনুরাগীরা

salman khan, salman khan health
সলমন খান

বয়স তো আর নেহাত কম নয়। কিন্তু তাঁর পরেও জিম কাপাচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান। এই বয়সেও এত ফিট, সলমনকে দেখে হিংসে করে অনেকেই। ৫৭ তেও মুম্বাই কাঁপিয়ে দিচ্ছেন ভাইজান। খামতি রাখেন না নিজের ট্রেনিং এর ক্ষেত্রেও।

শরীরচর্চার সঙ্গে কোনওরকম আপস নয়। তাই তো, নিজেকে কষ্ট দিয়ে হলেও নিয়মিত জিম করতে দেখা যায় তাঁকে। তবে, এবার একেবারেই অবস্থা খারাপ তাঁর। জিম করতে গিয়েই ভীষণ কষ্টের মুখোমুখি সলমন। সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করেছেন তাতে ভাইজানের অবস্থা কাহিল। কখনও ঠান্ডা জল মুখে লাগাচ্ছেন আবার কখনও ঢকঢক করে জল খাচ্ছেন। নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কী লিখলেন ভাইজান?

“এইসব দিন আমার একদম পছন্দ হয় না, যেদিন পায়ের ব্যায়াম করতে হয়। অবস্থা খুব খারাপ”। সলমনের কষ্ট বুঝতে পেরেই উদ্বিগ্ন অনুরাগীরা। কেউ বললেন, ভাইজান এখন এই গরমে এসব কি দরকার। আবার কেউ বললেন, নিজেকে সুস্থ রাখুন। আবার সেলেবদের অনেকেই তাঁকে এও বললেন, যে এটা খুব কষ্টদায়ক। আমরা বুঝি কেমন অনুভূত হয়। একেই প্রচণ্ড গরম, তাঁর মধ্যে এত ঘাম! ভাইজানের শরীরকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

উল্লেখ্য, সলমন এর প্রাণের ঝুঁকি নিয়ে তোলপাড় বলিউড। তাঁকে লাগাতার থ্রেট দেওয়া হচ্ছে বিষ্নই এর তরফে। বাড়িতে থাকার কথাও বলা হয়েছে তাঁকে। যদিও, নিজের খেয়ালেই মত্ত সলমন, ছবির প্রমোশন থেকে শুরু করে সবকিছুই করছেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Salman khan gym photos actor in trouble