'সলমন হিন্দি ছবির মহানায়ক...', KIFF এর মঞ্চে প্রকাশ্যে বললেন অনিল কাপুর

হাওড়া স্টেশন থেকে শুরু করেছিলেন যাত্রা, বালিগঞ্জে অনেক দিন ছিলেন অনিল

হাওড়া স্টেশন থেকে শুরু করেছিলেন যাত্রা, বালিগঞ্জে অনেক দিন ছিলেন অনিল

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Salman Khan Hindi films mahanayak, said Anil Kapoor

অনিল-সলমন

অনিল কাপুর উপস্থিত ছিলেন ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। সেখানে এসেই বললেন, "কলকাতা ছিল বলেই আমি ইন্ডাস্ট্রির বুকে কাজ করতে পেরেছি, নাহলে জানতাম না আমার কী হত?"

Advertisment

ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল সবাইকে করতে হয়। আর আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উত্তেজিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের জীবনের কথা জানালেন তিনি। বালিগঞ্জ থেকে শুরু হয়েছিল যাত্রা। সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। অনিলের কথায়, "বোম্বের স্টেশন থেকে হাওড়া স্টেশন এসেছিলাম। বাস ধরে, বালিগঞ্জ গিয়েছিলাম। ৪৫ দিনের জন্য সেটাই ছিল আমার জায়গা। এখানের রাস্তা ঘাটে ঘুরে বেড়িয়েছি একসময়।"

Advertisment

অনিল কাপুর বরাবরের মতো বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। এই মঞ্চে দাঁড়িয়ে বাংলায় কথা বললেন। প্রসঙ্গে উঠে এল মহানায়কের কথা। সত্যজিৎ রায়ের, আলোচনা বারবার করলেন। নায়ক ছবির কথা উল্লেখ করে বললেন, "এই সিনেমা থেকেই আমি বুঝেছিলাম মহানায়ক কীভাবে হওয়া যায়। যেভাবে সত্যজিৎ রায় সিনেমাটি এঁকেছিলেন আর উত্তম বাবু এটিকে রূপদান করেছিলেন, অনবদ্য। আমি অনেককিছু শিখেছি।"

publive-image
ছবি- পার্থ পাল

আরও পড়ুন - KIFF 2023: অরিজিতের গানে কোমর দোলালেন সলমন, অনুরোধে সঙ্গ দিলেন মুখ্যমন্ত্রী

এখানেই শেষ নয়। সব শেষে তিনি ভাইজানের উদ্দেশ্যে যা বললেন... "নকল বাঘ আসে যায়। কিন্তু আসল বাঘ একটাই।  সে আমার বন্ধু, সলমন খান। আমাদের হিন্দি ছবির মহানায়ক সলমন। আর টাইগার জিন্দা হ্যায়।"

হিন্দি ছবি বাংলার থেকে-বাঙালির থেকে অনেক কিছু পেয়েছে। বিখ্যাত পরিচালক থেকে অভিনেত্রী। কাপুর সাহেব নাম নিলেন বিমল রায়, শক্তি সামন্ত, হৃষীকেশ মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর অনেকের। জানালেন, এই শহরের সঙ্গে তাঁর গভীর যোগ।

salman khan tollywood anil kapoor Entertainment News KIFF 2023