গতকাল রাতেই প্রয়াত বাবা সিদ্দিকি। তাঁকে প্রকাশ্যে রাস্তায় গুলি করা হয়। লিলাবতী হাসপাতালে পরবর্তীতে নিয়ে যাওয়া হলে, ট্রিটমেন্ট চলাকালীন তাঁর মৃত্যু হয়।
গতকাল রাত থেকেই মুম্বাই জুড়ে কড়া পাহারা। সুত্র বলছে, বাবা সিদ্দিকি নিজের গাড়িতে বসে ছিলেন। সেখানেই তাঁকে গুলি করা হয়। এমনকি, এও জানা যাচ্ছে, ১৫ দিন আগে তিনি নাকি ডেথথ্রেট পেয়েছিলেন। তাঁর মধ্যেই প্রাণ গেল তাঁর।
সুত্র মারফত আরও জানা যাচ্ছে, অনেকদিন ধরেই নাকি বাবাকে টার্গেট করা হয়েছিল। গতকাল রাতে ঘটনা ঘটার পর একে একে তাঁকে মুম্বাইয়ের নেতাদের পাশাপাশি তারকারাও দেখতে এসেছিলেন। শিল্পা শেট্টী থেকে সঞ্জয় দত্ত, গিয়েছিলেন। এমনকি, এও শোনা গুয়েছিল, বিগ বসের শুটিং ক্যান্সেল করে, সলমন খান খারাপ সময়ে সিদ্দিকি পরিবারের সঙ্গে শোক জ্ঞাপনে সামিল হয়েছিলেন।
তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে পোস্টমরটেমের জন্য। আর যখন থেকে এই ঘটনা ঘটেছে, তখন থেকেই মুম্বাই জুড়ে আতঙ্ক। এমনকি, এও দেখা যাচ্ছে, ভাইজানের বাড়ির সামনে কড়া পাহারা! একথা, অজানা নয় যে লরেন্স বিশ্নই গ্যাং এর তরফে বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। তাঁর বাড়ির বারান্দায় পর্যন্ত গুলি চালানো হয়েছে।
সকাল থেকেই সলমনের বাড়ি নিরাপত্তার চাদরে ঢেকেছে। পুলিশি মোতায়েনের পাশাপাশি রয়েছে স্নিফার তদারকি। তাহলে কি সলমনের প্রাণের ঝুঁকি রয়েছে? এই নিয়েও উঠছে প্রশ্ন। এমনিও বাবা ঘনিষ্ঠ ভাইজান। কানাঘুষো, শোনা যায় শাহরুখ এবং সলমনের বন্ধুত্বের পেছনেও বাবা সিদ্দিকির হাত ছিল।