Advertisment

Bigg Boss 18 - Chahat Pandey: বিগ বসের ঘরে অবিনাশ-ইশার ঘনিষ্ঠতা! শালীনতার সীমা ছাড়াল চাহাতের মায়ের মন্তব্য

Bigg Boss Controversy: চাহাত পান্ডের মায়ের বক্তব্যের কারণে শোরগোল। চাহাতের মা শোয়ে এসে যেভাবে ইশা এবং অবিনাশকে আক্রমণ করলেন, তাতে অবাক হতে হয়....

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bigg boss 18- chahat pandey

বিগ-বসের ঘরে যা তা কাণ্ড! কী সব শুনতে হল তাঁকে? Photograph: (Instagram)

Bigg Boss 18: বিগ বসের ঘরে যা কান্ড কীর্তি চলছে, সেকথা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বরাবরই এই ঘরের ভেতর যে ধরনের কান্ড কীর্তি হয়ে থাকে সেটা অনেকেই জানেন। বিতর্ক থেকে বিচ্ছেদ এবং প্রেম সঙ্গে ভাঙন - সবমিলিয়ে হুলুস্থুল কান্ড। এবারও চর্চায় রয়েছেন যারা তাঁরা হলেন ইশা সিং, অবিনাশ মিশ্র, ভিভিয়ান ডি সেনা। আর এবার চাহাত পান্ডের মা যে ধরনের কথা বার্তা বলেছেন...

Advertisment

বিগ বসের ঘরে মায়েদের উপস্থিতি সবসময় বিতর্কের সৃষ্টি করে। ভিকি জৈন এর মা, অর্থাৎ অঙ্কিতা লোখন্ডের শাশুরি, যা কান্ড করেছিলেন নিজের মন্তব্যের মাধ্যমে। রেগে আগুন হয়ে গিয়েছিলেন ভক্তরা। আর এবার, দেখা গেল চাহাত পান্ডের মায়ের বক্তব্যের কারণে শোরগোল। চাহাতের মা শোয়ে এসে যেভাবে ইশা এবং অবিনাশকে আক্রমণ করলেন, তাতে চমকে উঠতে হয়। তাঁর মা বলতে শুরু করেন....

ইশাকে নিয়ে অশ্লীল মন্তব্য চাহাতের মায়ের?

চাহাত পান্ডের মা বলেন, একটা ভিডিও দেখা যাচ্ছে যেখানে, অবিনাশ শুয়ে আছে আর ইশা তাঁর উপর উল্টে উল্টে পড়ছে আর ওকে কামড়ে চলেছে। এটা কি কান্ড? এখানেই শেষ না। বরং তিনি আরও টেনে আনেন শালীন ভানোটের প্রসঙ্গ। তিনি বলেন, শালীনের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে গাড়ির পুজো করতে। ওর বাড়ির লোক বলছে সে নাকি, তাঁদের বাড়ির বউ। হচ্ছেটা কী? এরপরই তাঁর ওপর ক্ষেপলেন বেশিরভাগ। বিশেষ করে, ইশার ভক্তরা রেগে আগুন। ইশার মা, পাল্টা উত্তর দিলেন....

Advertisment

কী বললেন ইশার মা?

একজন মায়ের কাছ থেকে এহেন ভাষা যেন আশা করেন না ইশার মা। তাই তো তিনি বলেন, পুরো মাথা খারাপ করা মানুষ আছে না একদল? যারা নিজেদের বড় দেখানোর জন্য বাকিদের ছোট করে, চাহাতের মা একদম তাই। আপনার কাছেও মেয়ে আছে, তাই অন্যের মেয়েকে এসব বলো না। কখন সময় পাল্টে যায়, আপনি নিশ্চই জানেন না।

বিগ বসের ঘরে বিতর্ক তুঙ্গে :

অবিনাশ এবং রজতের সঙ্গে কথা বলতেও নারাজ চাহাত। এমনকি তাঁর মা এসে তাঁকে এই উপদেশ দিয়েছেন যেন এই দুজনের সঙ্গে কথা না বলেন অভিনেত্রী।

salman khan bollywood Bollywood Actor Bigg Boss
Advertisment