অনুষ্ঠিত হয় গেল বিগ বস সিজন ১৮ এর শেষ পর্ব। এবং যেমনটা আশা ছিল ঠিক তাই, এবারের বিগ বস বিজেতা সেই মানুষটাই। যেদিন থেকে এই শো শুরু হয়েছিল, সেদিন থেকে যেন এই একই আশা করেছিলেন বিগ বয়স প্রেমীরা। আর কথা মত হলোও তাই।
আজ সারাদিন বিগ বস প্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। বিগ বস মানেই বিতর্ক এবং উন্মাদনা। তাঁর সঙ্গে বিগ বস মানেই নতুন সম্পর্কে শুরু। কিন্তু, ফাইনাল মানেই আলাদা উন্মাদনা থাকে। এবারও ছিল তাই। বিজেতার হাতে চলে গেল ট্রফি এবং টাকা । সেই চেনা চরিত ছন্দেই বিজেতার নাম ঘোষণা করলেন। এবারের বিগ বস বিজেতা করণবীর মেহরা। ভিভিয়ানকে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন তিনি।
প্রথম থেকেই এমনটাই আশা করেছিলেন। তবে, যে তারকাদের ফাইনালের অযোগ্য লিস্টে ফেলা হয়েছিল তাঁরা চূড়ান্ত পর্বের প্রথমেই বাদ পড়েছেন। একদম প্রথমে বাদ গিয়েছেন ইশা সিং। ঠিক তারপর বাদ পড়েন চুম দরঙ এবং তারপর অবিনাশ মিশ্র। টপ তিনে জায়গা করে নেন করণবীর মেহরা, ভিভিয়ান ডিসেনা এবং রজত দালাল। কিন্তু একদম শেষ রাউন্ডে বাদ পড়েন রজত। তারপরই সমাজ মাধ্যমে বেশি শোরগোল।
শেষ রাউন্ডে দুই টপ প্লেয়ারের মধ্যে এবারের ট্রফি উঠল, করণের হাতে। তিনি যদিও না আগেভাগেই ভাইজানকে জানিয়েছিলেন টপ ৫ এর মধ্যে তিনি থাকবেন। কিন্তু, এবার তিনি উইনারের ট্রফি নিয়ে বাড়ি গেলেন। যদিও বা বেশ কিছু ভক্তরা এতে খুশি। কারণ অবশ্যই, খ্যাঁতরও কে খিলাড়ীর পর থেকেই করণবীরের অনুরাগী সংখ্যা কম নয়।
যদিও, শেষ সপ্তাহে তিনি ভাইজানের রোষানলে পড়েছিলেন। বিশেষ করে চুম দারাং এর সঙ্গে সম্পর্কের কারণে। কিন্তু, নিজের গেম নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন।