Advertisment
Presenting Partner
Desktop GIF

Salman Khan house: বাড়ানো হল সুরক্ষা, বুলেটপ্রুফ গ্লাসের মোড়কে সলমনের বাড়ি, কারণ কি তবে...

Salman house: লরেন্স বিষ্ণোই এর তরফে নানা হুমকিতেও ভাইজান, পরোয়া করেননি। তাহলে এবার কেন আরও সুরক্ষার মোড়কে গ্যালাক্সি? গুলি চলেছিল প্রায় ৮ মাস আগে। তাহলে এতদিন পরে কেন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
salman khan house

সুরক্ষার মোড়কে ভাইজানের বাড়ি, তাহলে কি বাড়ছে ভয়? Photograph: (ফাইল চিত্র )

Salman Khan House: সলমন খানের বিপদ কি তবে বাড়ছে? তাঁর বাড়ির চেহারা পাল্টে যাচ্ছে চোখের নিমেষে। বেশ কিছুবার তাঁর সঙ্গে যা ঘটে গিয়েছে, তাতে করে নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। ভাইজানের বারান্দায় গুলি চলেছে বারবার থ্রেট এসেছে তাঁর প্রাণ নিয়ে। কিন্তু অভিনেতা কিছুই গায়ে লাগাননি।

Advertisment

বরং, বাবা সিদ্দিকীর ( Baba Siddiqui Death ) খুন এবং প্রয়াণে সলমন যেন আরও ধাক্কা খান। বন্ধুর এভাবে চলে যাওয়া তিনি মেনে নিতে পারেননি। কিন্তু, তিনি তাঁর জন্য শুটিং বন্ধ রেখে গিয়েছিলেন তাঁর শেষ কৃত্যে। লরেন্স বিষ্ণোই এর তরফে নানা হুমকিতেও ভাইজান, পরোয়া করেননি। তাহলে এবার কেন আরও সুরক্ষার মোড়কে গ্যালাক্সি? গুলি চলেছিল প্রায় ৮ মাস আগে। তাহলে এতদিন পরে কেন?

ANI সূত্রে খবর, অভিনেতার বাড়িতে বুলেটপ্রুফ বারান্দা এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সহ সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেগুলি এত উচ্চ রেজোলিউশন যুক্ত, যে আশেপাশে কোনও সন্দেহজনক কার্যকলাপ ঘটলে সেটি তৎক্ষণাৎ শনাক্ত করা যাবে। আর এই বারান্দা কোনও সাধারণ নয়। শাহরুখ যেমন নিজের বাড়ির বারান্দায় এবং ছাদ থেকে ভক্তদের সঙ্গে কথা বলেন কিংবা তাঁদের শুভেচ্ছা জানান, ভাইজান ( Salman Khan ) ও গ্যালাক্সির এপার্টমেন্টে এসে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আর এবার সেই বারান্দার সুরক্ষা বাড়ানো হয়েছে। সেখানে লাগানো গিয়েছে বুলেটপ্রুফ গ্লাস। সলমন, এই গ্যালাক্সি বিল্ডিংয়ের নিচের ফ্লোরে এক কামরার একটি ফ্ল্যাটে থাকেন। এবং তাঁর বাবা মা সেই ফ্ল্যাটের প্রথম ফ্লোরে থাকেন। সেই ফ্ল্যাটের বারান্দায় মাস ৮ আগে দুই বাইক আরোহী এসে গুলি চালায়। এবং তাঁর বাবা শেষ কিছু মাসে বেশ অনেকগুলো চিঠিতেই ছেলের প্রাণ নাশের হুমকি পেয়েছেন।

Advertisment

যদিও বা সেসব হুমকির পরোয়া না করেই ভাইজান বিগ বসের শুটিং চালিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, নিজের দুবাই ট্যুর পর্যন্ত করেছেন তিনি। কোনওভাবেই তাঁকে আটকে রাখা যায়নি। বরং তিনি, এটাই জানিয়েছেন না তো তিনি কোনও কৃষ্ণসার হরিণ মেরেছেন না তিনি কোনও অপরাধ করেছেন।

salman khan Lawrence Bishnoi
Advertisment