Advertisment
Presenting Partner
Desktop GIF

Salman Khan: সলমনের বাড়িতে পাঁচ রাউন্ড গুলি, 'ভাইয়ের কিছু যায় আসে না…', ফোন গেল একনাথ শিন্ডের

Salman Khan House: বাড়িতে পাঁচ রাউন্ড গুলি, কেমন আছেন এখন ভাইজান?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan house fireing eknath shinde calls after the incident

Salman Khan: এখন কেমন আছেন ভাইজান?

Salman Khan House: রবিবার সকাল থেকেই গ্যালাক্সির বাইরে শোরগোল। সলমনের বাড়িতে লাগাতার গুলি চলাতেই ভাইজানকে নিয়ে আতঙ্কে তাঁর ভক্তরা। রবিবার ভোর ৫টা নাগাদ গুলি চলে।

Advertisment

সুত্রের খবর, দুই বাইক আরোহী, খান-বাড়ির বাইরে প্রায় পাঁচ রাউন্ড গুলি চলে। শোনা যাচ্ছে, ভাইজানের বারান্দার দিকেই বন্দুক তাক করে গুলি নিক্ষেপ করা হয়েছে। কিন্তু, সেইসময় ভাইজান বারান্দায় ছিলেন না। এরপরই, তাঁর ভক্তরা আরও উদ্বিগ্ন হয়ে পড়েন।

এদিকে, ভাইজানের সঙ্গে আজ বেলা গড়াতেই দেখা করতে গিয়েছিলেন শিবসেনার সদস্য রাহুল কানাল। তিনি ভাইজানের সঙ্গে দেখা করেন। এবং বাইরে বেরিয়ে এসে বলেন, ভাইএর কিচ্ছু হয়নি। উনি দিব্যি আছেন। ভাইয়ের কিছু যায় ও আসে না। আপাতত, সুরক্ষায় মুড়িয়ে আছেন সলমন।

সুত্রের খবর, ভাইজানের বারান্দায় বিদেশি পিস্তল দিয়েই গুলি করা হয়েছিল। ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে নানা কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। মোতায়েন করা হয়েছে, আরও বেশি পুলিশি সুরক্ষা। সিসিটিভি ফুটেজের মাধ্যমেও নানা কিছু খতিয়ে দেখা হচ্ছে।

মনে করা হচ্ছে, গোল্ডি ব্রার এবং লরেন্স বিশ্নোই-এর দলের পক্ষ থেকে এই কাণ্ড করা হচ্ছে। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে ফোনে কথা বলেছেন সলমনের সঙ্গে। এমনকি পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন তিনি।

salman khan bollywood Entertainment News
Advertisment