Advertisment
Presenting Partner
Desktop GIF

Salman Khan: ভাইজানকে ভয় দেখাতেই বারান্দায় গুলি চালালেন দুষ্কৃতীরা! ভয়ঙ্কর স্বীকারোক্তিতে কেঁপে উঠল মুম্বাই পুলিশ ব্রাঞ্চ...

Salman Khan : নজরে রয়েছে সলমনের বাগান বাড়িও। ফের বিপদে পড়বেন না তো ভাইজান...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan, salman khan news, Vindu Dara Singh, salman khan movies, salman khan net worth, salman khan net worth 2024, Vindu Dara Singh Vindu Dara Singh movies, Vindu Dara Singh Salman Khan

Salman Khan- বলিউড তারকা সলমন খান

সলমন খানের সঙ্গে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। তাঁর বাড়ির বারান্দায় গুলি চালানো হয়েছে। বন্দুক তাক করে দুই দুষ্কৃতী। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, কেন এই কাজ করছিলেন তারা?

Advertisment

বহুদিন ধরেই নিশানায় রয়েছেন ভাইজান। তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা থাকে। গাড়িতে উচ্চ মানের সিকিওরিটি রাখা হয়। এমনকি ভাইজানের কাছে বন্দুক রাখার অনুমতিও রয়েছে। তবে, বাড়ি অবধি পৌঁছে বারান্দায় গুলি করার কাণ্ডে বেশ স্তম্ভিত বাড়ির লোকেরা। কিন্তু ভাইজান রয়েছেন বহাল তবিয়তে।

কেন, এই কান্ড ঘটিয়েছেন তারা এই প্রসঙ্গে নানা তথ্য মিলেছে। দুই দুষ্কৃতী শুধু তার গ্যালাক্সির বাড়ি হয়, অন্য ফার্ম হাউসেও নজর রয়েছে তাদের। বুধবার মুম্বাই স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, স্রেফ ভয় দেখানোই তাদের উদ্দেশ্য ছিল। সলমনকে প্রাণে মারার কোনও ইচ্ছেই ছিল না তাদের। পাভেলে যে বাগান বাড়ি রয়েছে ভাইজানের, সেখানেও তাঁরা চোখ বুলিয়ে গিয়েছিলেন।

যদিও, এহেন ঘটনা এর আগেও ঘটেছে। লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার মাঝেমধ্যেই অনলাইন ভিডিওর মাধ্যমে ভাইজানকে নানা হুমকি এবং ধমকি দিতে থাকেন। তাতে যদিও বা ভাইজানের কিছু যায় আসে না। মহারাষ্ট্র সরকারের তরফেও ভাইজানের বাড়িতে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে।

উল্লেখ্য, প্রতিবছর ঈদে ছবি রিলিজ করলেও এবার, তিনি সেই ট্র্যাডিশন বদলে ফেলেছেন। বরং সামনের বছর তিনি সিকান্দার রিলিজ করতে চলেছেন ঈদে। শেষবার টাইগার ৩ ছবিতে তাঁকে দেখা গিয়েছে। সেই ছবি শুরুতে সাফল্য পেলেও বেশিদিন বক্স অফিসে টিকতে পারেনি।

salman khan bollywood Entertainment News
Advertisment