Salman Khan: ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ভাইজানের বাবা-মা, বিধ্বস্ত সলমনের গলা কেঁপে এল...

Salman Khan - Bigg Boss: যে স্বরে ভাইজান কথা বলে গেলেন, এটুকু বোঝা গেল তিনি মানসিকভাবে বিধ্বস্ত। মনের জোরের ওপর দাঁড়িয়ে আছেন তিনি। তাই তো

Salman Khan - Bigg Boss: যে স্বরে ভাইজান কথা বলে গেলেন, এটুকু বোঝা গেল তিনি মানসিকভাবে বিধ্বস্ত। মনের জোরের ওপর দাঁড়িয়ে আছেন তিনি। তাই তো

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman bigg boss

Salman Khan-Bigg Boss: ভাইজানের গলার স্বর কেঁপে এল...



সলমন খানের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তাঁর একটাই কারণ, তিনি এখন লরেন্স গ্যাং এর নজরে আছেন। বাবা সিদ্দিকীর খুনের পর থেকেই সলমন খানের ওপর হুমকির মাত্রা ক্রমশ বেড়েছে। আর সেই কারণেই বেড়েছে নিরাপত্তা।

Advertisment

কানাঘুষো, শোনা যাচ্ছিল অভিনেতা নাকি নিরাপত্তার কারণে শুটিং করা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু, এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, সেসব কিছুই হয়নি। বরং, সুরক্ষার মোড়কে তিনি বিগ বস এবং সিকন্দর দুটোরই শুটিং চালিয়ে যাচ্ছেন। আর সেই কারণেই তো বিগ বসে এসে তিনি এমন কিছু বলেন..

ভাইজানের যে মন ভাল নেই, সেকথা পরিষ্কার হল বিগ বসের মঞ্চে। অবিনাশকে নিয়ে যে ধরনের আলোচনা চলছে ঘরে, সেটিকে বিস্তারিত বলতে গিয়েই সলমনের যেন গলা ধরে এল। তাঁকে অনেকরকম অপরাধের আওতায় ফেলা হয়েছে। তাঁর বাবা মায়ের সঙ্গে সঙ্গে পরিবারের মনের অবস্থা একদম ভাল না। ভাইজানকে বলতে শোনা গেল...

Advertisment

অবিনাশকে নিয়ে যেসব কথা হচ্ছে, যে মেয়েরা ওর চারপাশে সুরক্ষিত বোধ করে না। আমি শুধু ভাবছি এগুলো শুনলে, ওর বাবা মা কী ভাবছে? ওকে এধরনের লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। আমি জানি ওর সঙ্গে কী হচ্ছে। ওর ওপর দিয়ে কী যাচ্ছে। আমার পরিবার এবং বাবা মা সকলে এর মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার ওপরেও তো কম দোষ দেওয়া হয়নি।

যে স্বরে ভাইজান কথা বলে গেলেন, এটুকু বোঝা গেল তিনি মানসিকভাবে বিধ্বস্ত। মনের জোরের ওপর দাঁড়িয়ে আছেন তিনি। তাই তো, এদিন নানা কিছুতেই নিজের জীবনকে খুঁজে নিচ্ছিলেন তিনি। জীবনে ইমোশনাল হয়ে কোনও লাভ নেই, এমন কথাও তাঁকে বলতে শোনা গেল। যেসব ঘটনা শেষ কিছুদিনে ঘটে গিয়েছে, তাতে করে সলমন অনেকটাই ভেঙে পড়েছেন।

তাই তো, শিল্পাকে আশ্বাস দিতে গিয়ে তিনি বলেন, "আমার আজকে এখানে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু, একজন মানুষকে অনেককিছু করতে হয়, এমন কিছুও যেটা সে করতে চায় না। আমায় আজকে যেমন করতে হল।"

উল্লেখ্য, বিগ বসের এই সিজনে সলমন খান শুরুর দিকেই যে ধরনের হার্ড টাইম ফেস করছেন, সেটি ভয়ঙ্কর। আসন্ন, ২০২৫ সালে তাঁর ছবি সিকন্দর রিলিজ করবে বলে খবর।

salman khan Bigg Boss