scorecardresearch

বড় খবর

শ্যাওলা-ধরা পুকুরে সাঁতার কাটছেন সলমন! ‘বলিউডের গডফাদার’ মন্তব্য ভক্তদের

সলমন খানের কীর্তিতে শোরগোল নেটদুনিয়ায়। দেখুন।

Salman Khan, Salman Khan's weekend post, সলমন খান, bengali news today
সলমন খান

সপ্তাহান্ত মানেই সলমন খানের চমক! শনিবারও তার অন্যথা হল না। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে সাড়া ফেলে দিলেন ভাইজান। সলমনের কাণ্ড-কারখানা দেখে তো হতবাক অনুরাগীরা। কারণ, বলিউড সুপারস্টার কিনা সাঁতার কাটছেন শ্যাওলা ধরা পুকুরে। এ কেমন কাণ্ড!

সুপারস্টার মানেই ঝাঁ-চকচকে জীবনযাপন। সলমন খান কোথায় বিলাসবহুল হোটেল কিংবা রিসর্টের সুইমিং পুলে সাঁতার কাটবেন! তা না করে শ্যাওলা-ধরা পুকুরেই খালি গায়ে নেমে পড়লেন সাঁতারের আমেজ নিতে। অতঃপর ভাইজানের এমন কীর্তির ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া। ভক্তরা কেউ বলছেন, “এই তো বলিউডের আসল গডফাদার।” তো আবার কেউ অভিনেতার সিনেমার নাম ধার করেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্য, “টাইগার অভি জিন্দা হ্যায়।”

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীর আগামী ছবি ‘গডফাদার’-এর শুটিং শেষ করেছেন সলমন। যে সিনেমা দিয়েই তেলুগু ইন্ডাস্ট্রিতে শিকে ছিঁড়ছেন তিনি। এবার কাজ গুটিয়ে কোয়ালিটি টাইম কাটাতে নিভৃত-নির্জন স্থানে চলে গিয়েছেন অভিনেতা। সেখান থেকেই পুকুরে সাঁতার কাটার ছবি পোস্ট করেছেন। সলমনের এই চমক যে অনুরাগীদের হতবাক করে দিয়েছে, তা কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যাবে।

[আরও পড়ুন: ‘SRK+-এ আমার সঙ্গে কাজ করবে?’, শাহরুখের প্রস্তাবে মুখের ওপর ‘না’ বললেন সুস্মিতা, দেখুন]

উল্লেখ্য, সলমনের সঙ্গে ‘গডফাদার’-এ স্ক্রিনস্পেস শেয়ার করতে পেরে ততোধিক উচ্ছ্বসিত চিরঞ্জিবীও। বলিউড সুপারস্টারকে টিমে স্বাগত জানিয়ে লিখেছিলেন, “তোমার উপস্থিতিই টিমের সকলকে চাঙ্গা করে দিয়েছে। আর সবার উচ্ছ্বাস তো একেবারে অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে। সলমন তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। এই ছবিতে তোমার উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের কাছে ম্যাজিকাল বলে মনে হবে।”

তেলুগু ছবি ‘গডফাদার’-এর পরিচালনা করেছেন মোহন রাজা। এই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা এতটা স্মৃতিমধুর করে তোলার জন্য খোদ পরিচালকও ভাইজানকে ধন্যবাদ জানিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Salman khan is taking a dip in a pond amid nature