Advertisment
Presenting Partner
Desktop GIF

চুমু-বিতর্ক, ভয়ঙ্কর মেজাজ হারাচ্ছেন সলমন! বিগ বস ছাড়ার সিদ্ধান্ত নিলেন ভাইজান?

বিগ-বস বিতর্ক তুঙ্গে! সলমন বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan, salman khan bigg boss, salman khan news, salman khan update, salman khan bollywood, salman khan hosted bigg boss, salman khan shouted, salman khan angry, সলমন খান, চটলেন সলমন খান, বলিউড, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

কী সিদ্ধান্ত নিলেন সলমন?

বিগ বস বিতর্ক তুঙ্গে। সলমন খান, মাঝেমধ্যেই রেগে গিয়ে নানা কান্ড করে বসছেন এই শোয়ের খাতিরে। শুধু তাই নয়, তাঁর ভাষা, আচরণে রেগে আগুন বাইরে বেরিয়ে আসা প্রতিযোগীরা। কানাঘুষো খবর, তিনি নাকি বিগ বস ছাড়ছেন।

Advertisment

বিগ বসের মূল আকর্ষণ হলেন সলমন খান। শুধু তাই নয়, তাঁকে নিয়ে উন্মাদনা ভক্তদের মাঝে। ভাইজান ছাড়া কেউ এই শো হোস্ট করতে পারবেন না, এমনই দাবি করেন বিগ বস অনুরাগীরা। কিন্তু, এর আগেও নাকি এই শো ছেড়ে দেওয়ার ভাবনা এসেছে তাঁর মাথায়। বিতর্ক - ভয়ঙ্কর কূটকচালি এসবের মধ্যে থাকা দায়। বিগ বসের সমস্ত খারাপ দিক সরিয়ে, তিনি এটিকে পারিবারিক শোয়ে পরিণত করতে চান।

আরও পড়ুন < ‘ইগো ছাড়লেও আত্মসম্মান?’ অভিমানী নবনীতাকে জিতুর দাবি.. ‘প্রিয়র সঙ্গে দেহ-মন, একঘেয়ে..’ >

তবে, এবারের বিগ বসের মঞ্চে শুরুর দিন থেকে নানা ঝামেলা। ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে এই মঞ্চে। কখনও পোশাক খোলা আবার কখনও প্রকাশ্যে চুমু ... কি সব ঘটছে? ফলেই নাকি বিরক্ত হয়ে সলমন শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন! প্রসঙ্গে, এক সাক্ষাৎকারে তিনি বলেন...

শো ছাড়ছেন না! এবং তাঁর জন্য রয়েছে একটি বিশেষ কারণ। কী সেটি? সলমন বলেন.. "আমি এই ভাবনা চিন্তা আগে করলেও শো ছাড়ছি না। আমার ভক্তরা আমার জীবনের বড় পাওয়া। তাঁরা আমায় ভালবাসে। তাদের জায়গাতেই আমি আছি এই জন্য। এটা ঠিক, মাঝেমাঝে আমি রেগে যাই। অতীতে ভাবনা চিন্তা করেছিলাম, কিন্তু ছাড়ছি না এই শো। একারণেই আমি ফিরে আসি।" ভক্তদের কারণেই যে এই শো ছাড়বেন না এটা প্রকাশ্যেই জানালেন।

salman khan bollywood Entertainment News
Advertisment