ভক্তের ব্যবহারে চটে গিয়ে এমন কাণ্ড ঘটালেন সলমন খান, যে সেই ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়। মঙ্গলবার, গোয়ার বিমানবন্দরে এক ভক্তের মোবাইলটাই কেড়ে নিলেন ভাইজান।
ভিডিটিতে দেখা যাচ্ছে ভাইজানের এক ভক্ত ছবি তোলার অনুমতি নেওয়ার সময়েই সেলফি তোলার চেষ্টাকরছিলেন। তাতেই বিরক্ত হয়েছেন সলমন খান। হেঁটে এয়ারপোর্টের বাইরে আসতে আসতেই ভক্তের মোবাইলটি কেড়ে নিলেন তিনি।
Just saw Salman Khan at Goa International Aiport snatching a mobile phone from a fan while clicking a picture, such people do not deserve to be called stars.
Your reaction?@BeingSalmanKhan pic.twitter.com/h6b25MQ8uC— ahraz mulla (@ahry95) January 28, 2020
https://platform.twitter.com/widgets.js
কেড়ে নেওয়ার সময় বোঝা না গেলেও পরবর্তীতে জানা গিয়েছে ওই ব্যক্তি এয়ারলাইনসেরই গ্রাউন্ড স্টাফ। বিমানবন্দের সিনিয়ার অফিসিয়াল স্টাফ বলেন, ”ভিডিও ভাইরাল হওয়ার পরও কোনও অভিযোগ দায়ের হয়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখার পরই বাকিটা নিশ্চিত করে বলতে পারব।”
পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বিমানবন্দর চত্বরের পুলিশ ইনসপেক্টর সাগর ইকোসকার জানিয়েছেন, কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে ভাইজানের এই আচরণে হতবাক নেটিজেনরা।