Advertisment
Presenting Partner
Desktop GIF

প্রেম করছেন সলমন-পুজা! ভাইজানের সঙ্গে কোন সম্পর্ক আড়াল করছেন অভিনেত্রী?

প্রোমোশনের মাঝেই প্রেম করছেন সলমন-পুজা!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Salman Khan, Pooja Hegde, Kisi Ka Bhai Kisi Ki Jaan, salman, salman pooja hegde, salman puja relation, salman puja new film, kisi ka bhai kisi ka jaan

প্রোমোশনের মাঝেই প্রেম করছেন সলমন-পুজা!

গুজগুজ-ফিসফিস বলিপাড়ায়। প্রেম করছেন সলমন-পুজা হেগড়ে! এও সম্ভব, নাকি সবটাই গুজব? সলমনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কী বলছেন অভিনেত্রী নিজে?

Advertisment

কিসি কা ভাই কিসি কা জান ছবিতে একসঙ্গে কাজ করছেন দুজনে। সেই সুত্রে প্রোমোশন করছেন চুটিয়ে। নানান জায়গায় তাঁদের একসঙ্গে মজা করতেও দেখা যাচ্ছে। আবার ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দুজনের রসায়ন মন কেড়েছে তাঁদের। অবশ্য বয়সের দোহাইও দিচ্ছেন অনেকেই। লম্বা লম্বা চুল, উগ্র লুক ভাইজানের। কেউ কেউ এমনও বলছেন হম আপকে হ্যায় কৌন ছবির সময় জন্মেছিলেন পুজা! কিন্তু অভিনেত্রীর এ প্রসঙ্গে নিজের কী মতামত।

আরও পড়ুন < নববর্ষে পাড়ার দোকানে মুখ না দেখালে চলে না : দিতিপ্রিয়া রায় >

পুজার কথায়, "তিনি সিঙ্গেল থাকতেই বেশি পছন্দ করেন। এখনও সিঙ্গেলই রয়েছেন। এখন কেরিয়ার ছাড়া আর কিছুই ভাবতে চাইছি না।" আপাতত কাজকেই ডেট করতে চেয়েছেন তিনি। সলমনের সঙ্গে রসায়ন বেশ পাকা তাঁর। অভিনেত্রী বলছেন, "আমি খুব আনন্দিত যে দর্শকের আমাদের পছন্দ হয়েছে। কেমিস্ট্রি যে তাঁদের ভাল লাগছে, এটাই অনেক। আল্লু অর্জুন থেকে রণবীর সিং…সকলের সঙ্গেই কাজ করেছি। তাই কেমিস্ট্রি ভালই"।

উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন অনেকেই। শেহনাজ গিল থেকে সিদ্ধার্থ নিগম- সলমনের হাত ধরে সিনে দুনিয়ায় আসছেন অনেকেই। অনেকদিন পরেই আবার রুপোলী পর্দায় ফিরেছেন সলমন। তাই ভাইজানদের উত্তেজনা তুঙ্গে।

salman khan bollywood Entertainment News
Advertisment