scorecardresearch

সলমনকে ভয় পাওয়ার জো নেই, বরং তাঁর পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছেন! কে সে?

পারলে কয়েক পা এগিয়ে রয়েছে সে, গতকাল কলকাতা কনসার্টের আগেই ঘটেছে এই ঘটনা

salman khan, salman khan kolkata tour, salman khan news, salman khan update today, salman khan concert, salman khan kolkata, সলমন খান, সলমন খান খবর, সলমন খান কলকাতা, সলমন খান নিউজ, সলমন খান বলিউড
কে দেখালেন এই দুঃসাহস?

গতকাল সলমন খান অনুষ্ঠান করেছেন কলকাতায়। দ্যা দাবাং টুর এককথায় সাকসেসফুল। সেই মঞ্চে বাকি আরও অনেকে উপস্থিত থাকলেও সলমন নিজেই ছিলেন মূল আকর্ষণ। সলমন মানেই গম্ভীর একজন মানুষ। তাঁর মুখের ওপর কথা বলার সাহস কারওর নেই। তবে, তাঁর সঙ্গে কিনা পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছেন একজন!

ইন্ডাস্ট্রিতে একথা অজানা নয়, সলমন বেশ রাগী স্বভাবের। তাঁর বেশ কিছু ঝলকও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কখনও অ্যাওয়ার্ডের মঞ্চে আবার বিগ বস হাউসে তো বটেই। তাঁর মেজাজকে ভয় এবং সমীহ করে চলেন অনেকেই। সেই ভাইজানের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছেন একজন, কে সে? সোশ্যাল মিডিয়া বলছে এটি তাঁর ভাগ্নি।

সেই একরত্তি তাঁর মামার সঙ্গে পায়ে পা মিলিয়ে কোনও ভয় ছাড়াই হেঁটে চলেছে। আর সলমন? সেও বেশ মজাই পেয়েছে সম্পূর্ন ঘটনায়। ভাগ্নিকে আরও শক্তিশালী হওয়ার মন্ত্র দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, বেশ কিছু বডি মুভমেন্ট করেও দেখাচ্ছেন। নেই কোনও বিরক্তি, সেই খুদের মনেও কোনও ভয় নেই। এমনকি দুজনকে একসঙ্গে নাচতেও দেখা গেল। সম্পূর্ন মুহূর্ত বেজায় উপভোগ করেছেন ভাইজান। কলকাতায় অনুষ্ঠানের আগেই এই মিষ্টি মুহূর্ত তুলে ধরেছেন তিনি।

উল্লেখ্য, গতকাল কলকাতায় অনুষ্ঠানের আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে তাঁর নিজস্ব বাসভবনে দেখা করতে যান সলমন। গিয়ে মিষ্টিমুখ করেন। এমনকি সূত্রের খবর, তিনি নাকি কলকাতা ফিল্ম ফেস্টিভালে আসার চেষ্টা করবেন বলেই কথা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Salman khan niece match footsteps yesterday kolkata concert