Advertisment
Presenting Partner
Desktop GIF

'বলিউডের বাজার খেয়ে ফেলেছে দক্ষিণী সিনেমা', বিস্ফোরক সলমন খান

কেন দক্ষিণী সিনেমার দাপটে বলিউডের বাজারে প্রভাব পড়েছে? ব্যাখ্যা করলেন ভাইজান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Salman Khan, South Film Industry, Bollywood, সলমন খান, বলিউড, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি, bengali news today

সলমন খান

"আমি ভাবি, দক্ষিণে কেন আমাদের বলিউড সিনেমা চলে না, আর ওদের ছবিগুলো এখানে ভাল ব্যবসা করে…", উদ্বিগ্ন সলমন খান। কেন দক্ষিণী সিনেমার দাপটে বলিউডের বাজারে প্রভাব পড়েছে? কারণ ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন অভিনেতা।

Advertisment

সলমনের মন্তব্য, "বলিউডে আরও বেশি করে 'হিরোইজম' ছবি করা উচিত। দক্ষিণী ইন্ডাস্ট্রি আসলে সবসময়েই 'হিরোইজম'-এ বিশ্বাসী। আমরাও কিন্তু তাই। সিনেমাহল থেকে বেরনোর পর দর্শকরা 'হিরোইজম'-ই খোঁজে বা চায়। বলিউডে এক-দু' জন ছাড়া এরকম সিনেমা কেউ বানায় না। আমাদের উচিত এবার থেকে আরও বেশি করে 'লার্জার দ্যন লাইফ' গোছের 'হিরোইজম' সিনেমা তৈরি করা। আমি তো সেরকমই সিনেমা করছি খালি। হ্যাঁ, এটা আলাদা বিষয় যে, অনেকেই মনে করছেন আমি ভীষণ একঘেয়ে হয়ে গিয়েছি। 'হিরোইজম'-এর সঙ্গে দর্শকরা ভাল কানেক্ট করতে পারেন। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।"

<আরও পড়ুন: দেরিতে পৌঁছে বিপত্তি! শত অনুরোধ-কান্নাকাটি করেও বিমানে উঠতে পারলেন না ঋতুপর্ণা>

বলিউড সুপারস্টার এও যোগ করেন যে, "সালিম-জাভেদদের সময়ে এই ধরণের ছবি তৈরি করা হত। তবে এখান দক্ষিণী পরিচালকরা সেটাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। দক্ষিণী সিনেমার অনুরাগীদের সংখ্যা প্রচুর। আর আমিও তো এখন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ওদের ফিল্ম মেকিংয়ের স্টাইল-ই আলাদা। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির কাহিনিকাররাও ভীষণ পরিশ্রম করতে পারেন। কী সুন্দর কনসেপ্ট ওঁদের ছবিগুলোর। এমনকী, স্বল্প বাজেটের ছবি তৈরি করলেও দর্শকরা ওঁদের সিনেমা দেখতে যান। আসলে এখানকার মানুষের সমস্যা হচ্ছে, তাঁরা ভাবেন কাফ প্যারেড (দক্ষিণ মুম্বই) থেকে আন্ধেরি পর্যন্ত ভারত সীমাবদ্ধ। তবে আমার মনে হয়, আসল হিন্দুস্তান শুরুই হয় বান্দ্রার রেলওয়ে ট্র্যাক থেকে। আমার সিনেমা ওখানকার মানুষগুলোর জন্যও।"

উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীর আগামী ছবি 'গডফাদার'-এ অভিনয় করেছেন সলমন খান। যে সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শিকে ছিঁড়ছেন তিনি। IIFA অ্যাওয়ার্ডস-এর সাংবাদিক বৈঠকে দক্ষিণী সিনেমা নিয়ে মুখ খুলেছিলেন ভাইজান। অভিনেতা এও জানান যে, "চিরঞ্জিবীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। চিরু গরুকে বহু বছর ধরে চিনি আমি। ও আমার বন্ধুও। ওঁর ছেলে রাম চরণও আমার ভাল বন্ধু। RRR-এ কী ভাল কাজ করেছেন।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood salman khan Entertainment News South Film Industry
Advertisment