চিনে বলিউড ছবির বাজার ভালো হয়। তার নজির অবশ্য পাওয়া গেছে Bajrangi Bhaijaan, Sultan, Dangal, Baahubali 2 ছবির ক্ষেত্রেই। ছবির বাজারকে বাড়াতে এবার সেই টোটকাকেই কাজে লাগাচ্ছেন সলমন খান। শুধু অভিনয় নয়, কাঁধে তুলে নিয়েছেন প্রযোজনার দায়িত্বও। বলিউড সুপারস্টার সলমন খান জানিয়েছেন চিনের বাজারে ভারতীয় ছবির বাজার ভালো হয় আর সেই কারনেই ১৫ জুন চিনে মুক্তি পেতে চলেছে Race 3।

ভারত জুড়ে শুধুমাত্র ৫,০০০ পর্দায় দেখানো হয় ছবি। সেখানে চিনে মুক্তিলাভ করলে স্ক্রীনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০,০০০। ছবির ব্যবসা করতে চীনের বাজারে ঢুকতেই হবে।
. @BeingSalmanKhan said that after the release of Sultan and Bajrangi Bhaijaan, the makers will also release #Race3 for the Chinese market. https://t.co/4YnpSWJDck
— IE entertainment (@ieEntertainment) June 6, 2018
সলমন খানের আদ্যপান্ত অ্যাকশন এবং রোমান্টিক ইমেজ আছে। Race 3 ছবিতে থাকবে রোমান্স এবং ইমোশন, যার সঙ্গে থাকবে ফুল অ্যাকশন, যা নজর কাড়বে দর্শকের। আগের ছবির প্রসঙ্গে তিনি জানান, Dabangg, Ek Tha Tiger, Tiger Zinda Hai যা রোমান্স ও অ্যাকশন দিয়ে ছাপ ফেলেছিল বক্স অফিসে।