Salman Khan: নেপটিজম পছন্দ করেন, 'ওর মেয়ে হলে কী করবে?' কঙ্গনাকে প্রকাশ্যেই ঠুকলেন সেলিম-পুত্র সলমন?

salman Khan - Kangana Ranaut: আলাপচারিতায় বলিউডে স্বজনপোষণ বিতর্ক নিয়ে বক্তব্য রাখেন এই সুপারস্টার। তার ক্যারিয়ার গঠনে তার বাবা সেলিম খানের ভূমিকার কথা স্বীকার করেন।

salman Khan - Kangana Ranaut: আলাপচারিতায় বলিউডে স্বজনপোষণ বিতর্ক নিয়ে বক্তব্য রাখেন এই সুপারস্টার। তার ক্যারিয়ার গঠনে তার বাবা সেলিম খানের ভূমিকার কথা স্বীকার করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Salman Khan reacts to nepotism debate in Bollywood asked about kanagana ranaut's future daughter

Kangana-Salman: ভাইজান কী বললেন কঙ্গনাকে নিয়ে? Photograph: (ফাইল চিত্র )

Salman Khan-Kangana Ranaut: বলিউড সুপারস্টার সলমন খান বর্তমানে ব্যস্ত তার আগামী সিনেমা 'সিকান্দার'-এর প্রচারণায়। প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন ভাইজান। আলাপচারিতায় বলিউডে স্বজনপোষণ বিতর্ক নিয়ে বক্তব্য রাখেন এই সুপারস্টার। তার ক্যারিয়ার গঠনে তার বাবা সেলিম খানের ভূমিকার কথা স্বীকার করেন।

Advertisment

কথোপকথনের সময়, একজন সাংবাদিক সলমনকে রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির বলিউডে অভিষেক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তবে সলমন রবিনাকে কঙ্গনা বলে ভুল শুনেছেন এবং দৃশ্যত হতবাক হয়ে গিয়েছিলেন। অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন,"কঙ্গনার মেয়ে আসছে? তাও আবার বলিউডে? সাংবাদিকরা যখন বিভ্রান্তির বিষয়টি স্পষ্ট করে দিলেন, তখন সলমন দ্রুত প্রতিক্রিয়া জানালেন, "কঙ্গনার মেয়ে এলে তিনি কি ছবি করবেন, নাকি রাজনীতিতে যোগ দেবেন? সাংবাদিকরা নেপোটিজমের প্রসঙ্গ তুললে সলমন বলেন, 'হ্যাঁ, ওকে অন্য কিছু করতে হবে।' 

সলমন খান আরও জানান, সত্যি অর্থে কেউ নিজে নিজে তৈরি হতে পারে না। তিনি বলেন, "এ পৃথিবীতে কেউ নিজে তৈরি নয়। আমি তাতে বিশ্বাস করি না। পুরোটাই টিমওয়ার্ক। বাবা ইন্দোর থেকে মুম্বই না এলে আমি সেখানেই চাষবাস করতাম। এটা তার সিদ্ধান্তই। আর আমার জন্য পথ প্রশস্ত করেছে তিনিই। এখানে এসেছেন, সিনেমায় কাজ করেছেন। এখন আমি তার ছেলে। আমি হয় চাষবাসে ফিরে যেতে পারি বা এখানে মুম্বাইয়ে কাজ চালিয়ে যেতে পারি। মানুষ এসবের জন্য নতুন টার্ম নিয়ে আসে, আর নেপোটিজম। আই লাভ ইট।" 

Advertisment

কথোপকথনের শেষে, সলমন খান এই সপ্তাহে তার সিনেমা সিকান্দারের পাশাপাশি অন্যান্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলি দেখার জন্য দর্শকদের প্রেক্ষাগৃহে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর কথায়, "আশা করছি যারা কাজ করছেন তারা ঈদে ভালো বোনাস পাবেন। সিকান্দার, মোহনলাল স্যারের এল টু: এমপুরান এবং সানি দেওলের নতুন ছবি (জাট) দেখতে যান। তিনজন বড় তারকা বড় ছবি নিয়ে আসছেন, আশা করছি সব ভাল হবে।"

bollywood actress Bollywood Actor bollywood Kangana Ranaut salman khan