Dabangg: সম্প্রতি একটি গ্রুপ ইন্টারভিউতে সলমন খান জানিয়েছেন, 'দাবাং'-কে একেবারেই অন্যভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং চুলবুল পাণ্ডে চরিত্রটিও ঠিক নায়ক হিসেবে ভাবা হয়নি প্রথমে। একটি আদ্যন্ত অন্ধকারাচ্ছন্ন ছবি যেখানে কেন্দ্রীয় চরিত্র নিজেই একজন ভ্রষ্ট পুলিশ অফিসার, এমনভাবেই ছবির চিত্রনাট্য লেখা হয়েছিল প্রাথমিকভাবে।
Advertisment
২০১০ সালে মুক্তি পায় অভিনব কাশ্যপ পরিচালিত ছবি 'দাবাং'। প্রাথমিকভাবে সলমন খানকেও ভাবা হয়নি এই ছবির জন্য়। বরং প্রথম অফার পেয়েছিলেন রণদীপ হুদা ও আরবাজ খান। সম্প্রতি সলমন একটি সাক্ষাৎকারে জানান, ''খুবই ছোট বাজেটের, ২ কোটি টাকার একটি ছবি হিসেবে ভাবা হয়েছিল। খুবই ডার্ক একটা ছবি ছিল। ওই সময় শুধু রণদীপ হুদা ও আরবাজই ছিল ওই প্রজেক্টে। আরবাজ আমাকে জানায় যে এরকম একটা অফার এসেছে, একবার শুনে দেখতে পারো।''
সলমন জানান, তার পরেও ৬ মাস কেটে গিয়েছিল পুরো গল্পটা শুনতে। প্রথমে খুব একটা বিষয়টাকে আমলই দেননি সলমন। তার পরে যখন গল্পটি শোনেন তখন ছবির ফিলটা ভাল লেগেছিল তাঁর কিন্তু পরিচালক অভিনব কাশ্যপকে কিছু পরিবর্তন করতে বলেন। আরবাজ ও অভিনব দুজনেই সেই পরিবর্তনগুলো করেন।
''প্রথমে ছবিতে কোনও অ্যাকশন ছিল না বা থাকলেও সেটা ঠিক এখন যে স্কেলে রয়েছে, তেমনটা নয়। কোনও গান ছিল না। আর মায়ের মৃত্যুর জন্য দায়ী কে, সেটাও স্পষ্ট করে বলা ছিল না। আমরা এর পরে স্ক্রিপ্টটা নিয়ে আবার কাজ করতে শুরু করি এবং অভিনব সবকটা পরিবর্তন করতে রাজি হয়। অভিনব খুব ভাল কাজ করেছিল প্রথম ছবিতে'', বলেন সলমন।
সলমন জানান, 'দাবাং'-এর সাফল্যের পরে অভিনবকে সিকোয়েলের পরিকল্পনা করতে বলেন সলমন কিন্তু তখন অভিনব রাজি হননি। সম্ভবত অভিনব তাঁর নিজের মতো করে ছবিটি বানাতে পারেননি বলেই আর পরবর্তী ছবিটি করতে রাজি হননি, সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে সম্প্রতি এই কথা জানিয়েছেন সলমন। 'দাবাং' দিয়েই প্রযোজক হিসেবে আরবাজ খান যাত্রা শুরু। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সলমন খান ফিল্মস প্রযোজিত ছবি 'দাবাং ৩'।