scorecardresearch

‘চাইলেও কেউ ‘জান’ ডাকে না…’, ভাই ডাক শুনে শুনে ক্লান্ত সলমন!

ভাই ডাকের আক্ষেপ পিছু ছাড়ছে না সলমনের

salman khan said he is bhai to everybody

তিনি সকলের ভাইজান, ৫ থেকে ৫০ সকলেই তাকে ভাইজান বলে ডাকেন। ন্যাশানাল ভাইজান হিসেবে তাঁর পরিচিতি। কিন্তু সলমন নিজে কতটা উপভোগ করেন এই ডাক? প্রেমের মানুষের থেকে এই ডাক পেয়ে কতটা আপ্লুত তিনি?

সহজ ভাষায় তিনি জানালেন সকলের কাছ থেকে মোটেই ভাই ডাক পছন্দ করেন না তিনি। যে কেউ তাঁকে ভাই ডাকবেন এ আবার কেমন কথা? তার থেকেও বড় কথা, ছেলেরা ভাই বলে ডাকছেন ঠিক আছে, তাই বলে মেয়েরাও! সলমন একবার বলেছিলেন, যাকে তিনি ভাই-বোন বানাতে চান সেইই একমাত্র তাকে এই নামে ডাকতে পারে।

আরও পড়ুন [ ‘আমিই সবথেকে শ্রেষ্ঠ-সর্বেসর্বা!’ অভিনেতা নন, কীসে নিজেকে এগিয়ে রাখলেন শাহরুখ? ]

এবারও বাতলে দিলেন সেকথাই। প্রশ্ন ছিল এমনই বছর বদলেছে, তার সঙ্গে সলমনের জীবনে নারীসঙ্গও বদলেছে। এখন তিনি কাকে জান বলে ডাকছেন? উত্তরে ভাইজান বলছেন, আমি এখন সকলের ভাই। কারওর জান না। এমনকি যার থেকে জান ডাক শুনতে চাই সেও আমায় ভাই বলে ডাকছে। কি করব আমি?

সলমনের কথা শুনে হেসে গড়ালেন সবাই। শুধু তাই না, ভাইজান ৫০ পার করেও বিয়ের মুখ না দেখায় বেশ খুশিই তার ভক্তরা। ঐশ্বর্য থেকে সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, নাম জড়িয়েছিল অনেক বলি-সুন্দরীদের সঙ্গেই, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। উল্লেখ্য, কিছুদিন আগে ঈদ উপলক্ষে সঙ্গীতা বিজলানির সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Salman khan said he is bhai to everybody