Salman Khan Health: 'শরীরের প্রতিটা হাড় ২-৩ বার ভেঙেছে', ভয়ঙ্কর সত্যি সামনে আনলেন সলমন

Salman Khan News: প্রায় ৬০ হতে চলল এই তাঁর। কিন্তু সলমন নিজের ছবিতে যেভাবে অ্যাকশান করেছেন সেক্ষেত্রে বাহ বাহ না করলেই নয়। অভিনেতাকে সবসময় সিক্স প্যাক অ্যবসে দেখা গিয়েছে। এবারও তাই।

Salman Khan News: প্রায় ৬০ হতে চলল এই তাঁর। কিন্তু সলমন নিজের ছবিতে যেভাবে অ্যাকশান করেছেন সেক্ষেত্রে বাহ বাহ না করলেই নয়। অভিনেতাকে সবসময় সিক্স প্যাক অ্যবসে দেখা গিয়েছে। এবারও তাই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan shared his experience on working Sikandar

salman khan- sikandar: যা যা ভুগলেন ভাইজান, নিজেই জানালেন... Photograph: (Instagram)

Salman Khan-Sikandar: ঈদ আসবে কিন্তু সলমন খানের সিনেমা আসবে না, এ নিশ্চয় হয় না। ভাইজান মানেই ঈদের বাজারে সুপার ডুপার হিট কিছু একটা আসতে চলেছে। এবছর একেবারেই সেটা ব্যতিক্রম না। কারণ বহু প্রতীক্ষিত ছবি আসতে চলেছে এবছর। সিকান্দার সলমন ভাইয়ের আসন্ন রিলিজ নিয়ে চর্চা তুঙ্গে। এই ছবিতেই রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। 

Advertisment

প্রায় ৬০ হতে চলল এই তাঁর। কিন্তু সলমন নিজের ছবিতে যেভাবে অ্যাকশান করেছেন সেক্ষেত্রে বাহ বাহ না করলেই নয়। অভিনেতাকে সবসময় সিক্স প্যাক অ্যবসে দেখা গিয়েছে। এবারও তাই। কিন্তু, এই বয়সে এসে নিশ্চয়ই কষ্ট হয় তাঁর ধুয়ধার অ্যাকশান করতে? যদিও বা ভাইজান সবসময় জিম করা কিংবা মাঠে ঘাটে কাজ করা, এমনকি বাগান করতেও বেশ ভালবাসেন। অ্যাক্টিভ মোডে বেশিরভাগ সময় দেখা যায় তাঁকে। 

তাই তো ছবির প্রয়োজনে নিজের বেস্ট তিনি দিতে পারেন। সলমন খাঁ মুরগুদাসের এই ছবিতে অ্যাকশান পুরো নিজেই করেছেন। বরং, বডি ডাবলের সুযোগ নেই বলে তাঁকে একটুও বিশ্রাম না নিয়ে সেই কাজ করতে হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে যখন তাঁকে জিজ্ঞেস করা হল, এই বয়সে কি অতিরিক্ত মারপিটের দৃশ্যে অভিনয় করতে কষ্ট হয়? তিনি সাফ জানিয়ে দিলেন...

Advertisment

"আমার শরীরের প্রতিটি হাড় অন্তত দুই-তিনবার ভেঙেছে। প্রতিটি লিগামেন্ট ২-৩ বার ছিঁড়ে গেছে। আমি তখন বিশ্রামও নিতে পারিনি। এই ছবিতে কোনও বডি শট ছিল না। থাকলে সপ্তাহ দুয়েকের মধ্যে রোগা হয়ে যেতাম। কিন্তু, এটা বড় কথা নয়। রোগা না হলেও আমার সিক্স প্যাক আছে। আমার পেশী এত বড় যে আমি কিছুটা চর্বি পেলেও এটি প্রসারিত হতে শুরু করে। মানুষ এটাকে ইস্যু বানাচ্ছে, কিন্তু এটা আমার কাছে ইস্যু নয়। আপনার যদি সিক্স প্যাক হয়, কিন্তু ওজন মাত্র ৫৫ কেজি হয়, তাহলে লাভ কী?" 

এসবের সঙ্গে সঙ্গে অভিনেতা এও জানান ছবির ক্ষেত্রে আবেগের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ক্রিয়াও। এখানেই শেষ না। সিনেমাকে আপগ্রেড করতে গেলে অনেককিছু ভেবে চিন্তে এগোতে হয়। 

Bollywood Actor bollywood salman khan