/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/PP-12-KIFF29-28.jpg)
ফিল্ম ফেস্টিভ্যালে কী বললেন সলমন? ছবি- পার্থ পাল
তিনি সলমন খান, অন্যরকম কিছু বলবেন এটাই তো স্বাভাবিক। তবে, কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন কিছু বলবেন? ভাবা যায়? কী বললেন তিনি?
একেই তো অসন্তুষ্ট যে সবকথা অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা বলে ফেলেছেন। বেশি কী আর বলবেন? সামনে শয়ে শয়ে তাঁর ভক্ত। কিন্তু সবকিছু ছেড়ে যে তিনি দিদির বাড়ি নিয়ে কথা বলবেন এও সম্ভব? তাও তাঁর সামনে! মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়ে নানা আলোচনা রয়েছে। তার টালির চালের বাড়ি নিয়ে অনেকের নানা উক্তি-নানা সমস্যা। কিন্তু, এবার সলমন যা বললেন...
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/image-3.png)
এর আগে ভাইজান এসেছিলেন কলকাতায়। সেদিন আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। পুরনো কথা তুলেই তিনি বললেন, "আমি যখন এর আগে আমন্ত্রণ পেলাম তখন একটাই বিষয় মাথায় ঘুরছিল, যে গিয়ে এটাই দেখব দিদির বাড়ি আসলেই এত ছোট কিনা? আমার বাড়ির থেকে ছোট কিনা দেখতে গিয়েছিলাম। আমি আপনার সঙ্গে হিংসা করি দিদি। আমি সত্যিই ভাবিনি যে আপনার বাড়ি আমার থেকে ছোট হবে।" এপ্রসঙ্গে অনিল কাপুরের বাংলোর কথাও বললেন।
আরও পড়ুন - ‘সলমন হিন্দি ছবির মহানায়ক…’, KIFF এর মঞ্চে প্রকাশ্যে বললেন অনিল কাপুর
কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি এত ছোট যেন ভাবতেই পারেননি তিনি। বেশ অবাক হয়েছিলেন।বললেন, "আমি খুব খুশি, যে সত্যি দিদির বাড়ি এত ছোট। এত ক্ষমতায় থেকেও তাঁর বাড়ি যে এত ছোট হবে, অবিশ্বাস্য! আমার হিংসা হয় দিদি। আমার আর বড় বাড়ির ইচ্ছে নেই।"
উল্লেখ্য, সলমন এই প্রথমবার এই অনুষ্ঠানে এসেছেন। আর বাংলার মানুষের উন্মাদনা দেখে তিনি আপ্লুত। সলমন খান বললেন, "আমরা বাংলার কাছে বাঙালির কাছে ঋণী। এখানের মানুষরা অনেক কিছু দিয়েছেন। আমরা হিন্দি ছবির মানুষ হলেও বাংলার ট্যালেন্টকে কদর করি।"