/indian-express-bangla/media/media_files/2024/10/18/kIX4qoOt5OVd7Yu4FPcR.jpg)
Bigg Boss-Salman Khan: কাকে একথা বললেন সলমন?
সলমন খান এখন আলোচনায়। বাবা সিদ্দিকীর নির্মম হত্যার পর অভিনেতা যেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। যদিও, তারপরেও তাঁকে বিগ বসের ঘরে নিয়মিত উপস্থিত হতে দেখা গিয়েছে। একে তো প্রাণের হুমকি, তাঁর পরেও অভিনেতা পরোয়া না করেই দুবাই উড়ে গিয়েছেন।
কিন্তু, বিগ বসের ঘরে বারবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি বাবা মায়ের যে অভিব্যক্তি হয় সেই নিয়েও নানা কথা বলেছেন। আর এবার তো বিগ বসের মঞ্চে জেল নিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে। কেন হঠাৎ জেল নিয়ে কথা বলতে গেলেন তিনি?
আসলে, গন্ডগোল শুরু হয়েছে রজত দালাল এবং শাহজাদা ধামিকে নিয়ে। তাঁদের দুজনের মধ্যে বাইরের দুনিয়ায় কার যোগাযোগ বেশি সেই নিয়েই ঠান্ডা লড়াই চলছে। কিন্তু, ভাইজানের সামনে সবকিছুই ফিকে। এবং রজতকে বলতে শোনা যায়, যে তিনি লড়াই বাড়াতে চান না, কিন্তু চাইলে কাউকে দিয়ে ক্ষমা চাওয়াতে পারেন। এটুকু শুনেই ভাইজান নিজের ফর্মে।
তিনি বলে বসেন, "আপনি ভাল বেশ। আপনি সবাইকে দিয়ে ক্ষমা চাওয়াতে চান।" কিন্তু, এখানেই শেষ না। রজত আরও জানান, শেহজাদাকে ধমকি দিতে কোনও কন্ট্যাক্ট তিনি ব্যবহার করেননি। যেখানে, শেহজাদা সেটা করেছেন। কিন্ত, সলমন তো সলমনই। তাই, তো তিনি বলে বসলেন...
"কোনদিন জেলে গিয়েছেন আপনি?" উত্তরে রজত বলেন, 'হ্যাঁ, বেশ কয়েকবার আমি গিয়েছি কিন্তু অল্প সময়ের জন্য।' উত্তরে ভাইজান বলেন, আমিও গিয়েছি অনেকবার, কিন্তু অনেক বেশি সময়ের জন্য। এটা তো বিগবসের ঘর। এখানে কী হয়, আমি সেটা জানি। আর এটাও জানি ওখানে কী হয়। পার্থক্য আমার বোঝা হয়ে গিয়েছে। তাই, এসব ধমকি দেওয়া বন্ধ করুন।"
উল্লেখ্য, সলমনকে আটকে রাখা সম্ভব না। এত নিরাপত্তা, এত প্রাণের হুমকির মধ্যেও ভাইজান নিজের দুবাই টুরের কথা ঘোষণা করেছেন। আসন্ন সিংঘম রিটার্নস ছবিতে একটি ক্যামিও করতে চলেছেন ভাইজান, সেকথাও পরিষ্কার।