/indian-express-bangla/media/media_files/2024/10/18/kIX4qoOt5OVd7Yu4FPcR.jpg)
Salman Khan: যা বললেন সলমন...
সলমন খান ক্রমাগত হুমকি পেয়েই চলেছেন। তাঁর জীবন নিয়ে বিপদ যেন বাড়ছে। ক্রমশই ঝুঁকি নিয়েই কাজ করে চলেছেন ভাইজান। বিগ বসের সেটেও ক্রমশ কাজ করে চলেছেন। এবার মুখ খুলেছেন তাঁর শত্রুদের উদ্দেশ্যে। ভাইজান বরাবরই অন্যরকম। তিনি তাঁর আচরণের কারণে এবং স্বভাবের কারণে যেমন অনেকের প্রিয়। তেমনই তিনি, এই একই কারণে বেশ সমস্যার মুখোমুখিও হন।
সলমনকে বহুবার এই নিয়ে গ্রেফতার করা হয়েছে। একবার ফুটপাতে গাড়ি চালানোর কারণে তিনি পুলিশি হেফাজতে গিয়েছিলেন। তারপর, মোক্ষম সমালোচনা এবং বিতর্কের মুখে তিনি পড়েছিলেন কৃষ্ণসার হরিণকে গুলি করে মেরে ফেলার কারণে। যদিও, বহুবার তিনি জানিয়েছেন, এই কাজ তিনি করেননি। কোনও হরিণ তো দূর, একটা পিঁপড়ে তিনি মারতে পারেন না, এমনটাই জানিয়েছিলেন প্রকাশ্যে। তবে, এবার সকলের উদ্দেশ্যে মোক্ষম জবাব দিলেন।
বিষ্ণোইদের তরফে হুমকি ক্রমশ বাড়ছে। তিনি যেন ক্ষমা চান এমনটাই দাবি করছেন তাঁরা। কিছুদিন আগেই যোধপুর থানায় বসে সলমনের আচরণ দেখে অনেকেই তাঁর ওপর রেগে আগুন। থানায় বসে এমন কেউ করতে পারে, এই নিয়েই আলোচনা। সে প্রসঙ্গে অভিনেতা বিগ বসের ঘর থেকে জবাব দিলেন। তিনি এক প্রতিযোগীর সঙ্গে তুলনা টেনেই বলেন, "অনেকের হয়তো এমন মনে হতে পারে যে আমি হয়তো থানায় বসে অনেক অসভ্যতা করছি। কিন্তু, যেখানে আমি ভুল করিনি, সেখানে আমি ভয় পাব কেন?"
এখানেই থামলেন না ভাইজান। বরং তিনি সোজা সাপটা সেই ঘটনার নেপথ্যে কী হয়েছিল সেটাই এবার সামলে আনলেন। পাল্টা জবাব দিলেন লরেন্স গ্যাংকে। অভিনেতা বলছেন... " সেদিন আমি গুলিটা ছুরিনি। এর পিছনে অনেক বড় গল্প রয়েছে।" কিন্তু সব যখন জানেন তখন, সেই আসল মানুষটার নাম প্রকাশ্যে আনছেন না কেন? ভাইজানের দাবি, "এসব বলে কোন লাভ নেই।"
উল্লেখ্য, এর আগেও অনেকবার ভাইজানের বাড়িতে হামলা হয়েছে। বিশেষ করে বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে সলমনের সুরক্ষা আরও বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, যেই ফ্লোরেই তিনি যাচ্ছেন, সেখানেই তাঁর জন্য কড়া নিরাপত্তা।