Salman Khan: আরবাজ খানের টক শো পিঞ্চ, বুধবার থেকে শুরু হল তার নতুন সিজন। আর প্রথম দিনেই অতিথি সলমন খান। এই টক শোয়ের বিশেষত্ব অতিথি তারকার সোশাল মিডিয়া থেকে অনুরাগীদের মন্তব্য তুলে ধরা। সেই মন্তব্যের প্রেক্ষিতে সেই তারকা কী জবাব দেন? সেটাই এই শোয়ের আকর্ষণ। সলমন খানের সামনে এমনই এক নেটিজেনের মন্তব্য তুলে ধরে আরবাজ। সেই নেটিজেন লিখেছেন, ‘সলমন খানের দুবাইয়ে বাংলো আছে। নূর নামে স্ত্রী এবং ১৭ বছরের কন্যা সন্তান রয়েছে ভাইজানের।‘ এই ট্যুইটের জবাবে মস্করা করে সলমন বলেন, ‘এঁরা সবাই সব জানে।এগুলো অযৌক্তিক কথা। এঁরা কাদের কথা বলছে আমার জানা নেই। ওরা মনে করছে, আমি এই ট্যুইটের জবাব দিয়ে বলব না আমার কোনও স্ত্রী নেই। আমি ভারতে, বাবার সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকি। এটা সারা ভারত জানে।‘
একইভাবে এক নেটিজেন সলমনকে ভুয়ো মানুষ বলে কটাক্ষ করেছেন। বলেছেন, ভাইজান সর্বসমক্ষে নিজেকে ভালো সাজিয়ে রাখে। এমনটাই সেই ট্যুইটে অভিযোগ তোলা হয়েছে। এই ট্যুইটের জবাবে ভাইজান বলেন, ‘নিশ্চয় ওর কোথাও কোনও খারাপ অভিজ্ঞতা হয়েছে। কিংবা ওর স্ত্রী আমার কোনও পোস্টে দুটি ভালো কথা বলেছে। কিংবা ওর সন্তান আমাকে ভালবাসে, হয়তো বলেছে আমার ছবি দেখবে।‘
দেশে একাধিক জ্বলন্ত ইস্যু থাকলেও অনেক তারকাই নীরবতাকে অস্ত্র মনে করেন। তাঁদের এই অবস্থানে নানাভাবে সমালোচনায় বিদ্ধ হয়েছেন তারকারা। এই বিষয়ে সলমন খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা উদ্দেশ্যর ওপর নির্ভর করে। প্রত্যেক সমস্যার দুটি দিক আছে, পক্ষে কিংবা বিপক্ষে। যদি তুমি পক্ষে বল, বিপক্ষ তোমার পিছনে পড়বে। বিপক্ষে বললে, পক্ষের লোক তোমার পিছনে পড়বে। তাই এই সমস্যা থেকে যত নিজেকে বাঁচিয়ে চলা যায় ততই ভালো। একমাত্র তোমার জীবন-মরণ নির্ভর করছে এমন কোনও ইস্যুতে নৈতিক দায়িত্ব সেই বিষয়ে কথা বলা। নয়তো কোনওপ্রকার রাজনৈতিক অবস্থানে না ঢোকাই ভালো। বিষয়টি নিয়ে কিছু না জেনে কোনও মন্তব্য না করাই ভালো। অনেক সময় কিছু না বলাও, আক্ষরিক অর্থে কিছু বলা।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন