একটি বিশেষ প্রিয় জায়গায় লকডাউন কাটছে সলমনের

Salman Khan: বেশিরভাগ বলিউড তারকাই তাঁদের নিজের বাড়িতে রয়েছেন লকডাউনের সময়। সলমনও তাঁর পছন্দের বিশেষ বাড়িতে রয়েছেন এই সময়ে।

Salman Khan: বেশিরভাগ বলিউড তারকাই তাঁদের নিজের বাড়িতে রয়েছেন লকডাউনের সময়। সলমনও তাঁর পছন্দের বিশেষ বাড়িতে রয়েছেন এই সময়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Salman Khan spending lockdown at Panvel with Arpita's family

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

লকডাউনের ঘোষণার পরে প্রায় সব বলিউড তারকারাই তাঁদের প্রিয়জনদের নিয়ে ঘরবন্দি হয়েছেন। সলমনও তার অন্যথা করেননি কিন্তু তাঁর বছরভরের ঠিকানায় এই মুহূর্তে তিনি নেই, রয়েছেন তাঁর একটি প্রিয় জায়গায়। লকডাউন ঘোষণা হতেই বোন অর্পিতা ও তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে সলমন চলে গিয়েছেন তাঁর ফেভারিট ডেন-এ।

Advertisment

এই ডেনটি আর কিছুই নয়, সলমনের ফ্যানেরা জানেন এটি প্যানভেল ফার্মহাউস। শুটিং না থাকলে এখানেই বেশিরভাগ সময় থাকেন সলমন। মার্চ মাসের শেষ অবধি মুম্বইয়ে 'রাধে'-র শুটিং করার কথা ছিল তাঁর। কিন্তু লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকেই শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। তখনই বোন অর্পিতা ও তাঁর পরিবারকে নিয়ে প্যানভেল-এ এসেছেন সলমন।

আরও পড়ুন: খুব সুখে নেই টেলিপাড়ার অন্দর, ঠিক কী কী দুশ্চিন্তা দানা বাঁধছে

Advertisment

সলমন বরাবরই কচিকাঁচাদের ভালবাসেন। তাই অবসরের সময়টুকু অর্পিতা ও তাঁর দুই ছেলেমেয়ের সঙ্গেই থাকতে চান সলমন। গত ২৭ ডিসেম্বর জন্ম হয়েছে অর্পিতার মেয়ে আয়াতের। সলমনের জন্মদিনেই জন্ম তার। আহিল, আয়াত, অর্পিতা ও তাঁর স্বামী, অভিনেতা আয়ুষ শর্মার সঙ্গেই কাটছে সলমনের লকডাউনের দিনরাত্রি।

এবছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই'। অর্থাৎ মে মাসের শেষের দিকে ছিল মুক্তির তারিখ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছবিটি ঈদে না-ও মুক্তি পেতে পারে। কারণ শুটিংই এখনও শেষ হয়নি। যদি লকডাউন ১৪ এপ্রিলের পরেও জারি থাকে, তবে কিছুতেই মে মাসের মধ্যে ছবির কাজ সম্পূর্ণ হবে না।

Bengali Serial Bengali Television