Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhishek-Aishwarya Marriage : 'বড় পরিবারে বিয়ে করেছে', অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স গুঞ্জনের মাঝে ভাইরাল সলমনের বক্তব্য

Salman On Abhishek-Aishwarya Marriage : অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্স নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। এর মাঝেই ভাইরাল রাই সুন্দরীর প্রাক্তন সলমনের বক্তব্য।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ভাইরাল রাই সুন্দরীর প্রাক্তন সলমানের বক্তব্য

ভাইরাল রাই সুন্দরীর প্রাক্তন সলমানের বক্তব্য

Salman Khan Voice On Abhishek-Aishwarya Marriage : বচ্চন পরিবারে ভাঙনের সুর! অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্যে চিড় ধরেছে বলেই ইন্ডাস্ট্রির কানাঘুষো। বচ্চন পরিবার ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি আলাদা থাকছেন রাই সুন্দরী। অভিষেকের জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত! নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই বৈবাহিক সম্পর্কে ইতি পড়েছে বলেই শোনা যাচ্ছে। যদিও পরিবারের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু, অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদচর্চার মাঝে ভাইরাল সলমনের বক্তব্য। 

Advertisment


প্রাক্তন প্রেমিকা সম্পর্কে কী বললেন ভাইজান? প্রসঙ্গত, একটি পুরনো ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। টক শো আপ কি আদালত-এ এসেছিলেন সলমান। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া যায় ঐশ্বর্য যে অভিযোগগুলো সলমানের বিরুদ্ধে এনেছিলেন সেগুলো সত্যি কিনা। সলমানের স্পষ্ট জবাব, 'এই বিষয়ে আমি কী বলব? আমি একটা জিনিস বলতে পারি ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগতই রাখা উচিত। আমি যদি এই বিষয়টাকে অস্বীকার করি তাহলে আমার জীবনের সঙ্গে একসময়ে যে জড়িয়ে ছিল তাঁকেও অস্বীকার করা হয়।'


অভিষেকের সঙ্গে অ্যাশের বিয়ে নিয়ে সলমনের মত, 'সবচেয়ে ভাল উপায় চুপ থাকা। অনেক বছর কেটে গিয়েছে। ও এখন একজনের স্ত্রী। অনেক বড় পরিবারে বিয়ে হয়েছে। আমি খুব খুশি ওঁর অভিষেকের সঙ্গে বিয়ে হয়েছে। অভিষেক খুব ভাল মানুষ।' ২০০২- এ সলমানের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক ভেঙে যায়। ২০০৭-এ বচ্চন পরিবারের বধূ হিসেবে নতুন জীবন শুরু করেন রাই সুন্দরী। 


বচ্চন দম্পতির সুখী দাম্পত্য নিয়ে সলমান বলেছিলেন, 'আপনার সঙ্গে যদি বন্ধুত্ব শেষ হয়ে যায় তাহলে তাঁকে ছাড়া সে দুখী থাকবে এমনটা চাওয়া উচিত নয়। সে প্রকৃত ভাল থাকুক সেটাই সবসময় কামনা করা উচিত। তাহলে মনের দিক থেকেও পরিষ্কার থাকা যায়। আমার মতে, সম্পর্কের ক্ষেত্রে এমন মনোভাবই রাখা উচিত।'

আরও পড়ুন : 'সৌন্দর্যের জন্যই যদি...', ডিভোর্স গুঞ্জনের মাঝে ভইরাল ঐশ্বর্য-অভিষেকের পুরনো প্রেম

প্রসঙ্গত, অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অতীতের নানা ভিডিও। কখনও নিমরতের সঙ্গে অভিষেকের কথপোকথন তো কখনও আবার নিমরতের অভিনয়ের প্রশংসা করে লেখা অমিতাভের চিঠি। এবার ট্রেন্ডিং সলমনের ভিডিও। 

salman khan bollywood movie Aishwarya Rai Bachchan Abhishek Bacchan Bollywood Couple
Advertisment